ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

জুন,২০১৫


[বাস্তব ঘটনা সাপেক্ষে,,,,,,,]
_
মামার বাড়ি থেকে বাসায় ফিরছি ট্রেনে করে।
সকাল ৬ টা কি ৭ টা হবে যখন কমলাপুর স্টেশন এ পৌছাই।
স্টেশন এর বাইরে দেখি অনেক অসহায় শিশু বসে আছে শুধু কিছু পাওয়ার জন্য।
হয়ত টাকা না হয়ত খাবার।
এর মাঝ থেকে চোখে পরল ৯-১০ বছর বয়স এর একটা ছেলে।
ছেলেটা হাতে একটা পলিথিন জরিয়ে তা মুখের সামনে এনে কি জানি একটা কিছু করছে।
-
-এই ছেলে এদিকে আস!!
--কে আমি!!
(অবাক ভাবে তাকিয়ে আছে আমার দিকে)
-হ্যা, তুমিই। আস---
--কেন ডাকলেন আমারে??
-তোমার নাম কী??
--শাকিল।
-আচ্ছা তোমার হাতে এইটা কি??
-এইটা কিছুই না,,শুধু পলিথিন।
তাহলে তুমি এটা মুখের সামনে নিয়ে কি করছ???--
--ওই কিছু না।
-না তুমি কিছু একটা করছিলে, বল। টাকা দিব।
--আচ্ছা আগে টেকা দেন তাইলে কমু।
(অবশেষ এ একটা ২০ টাকার নোট দিয়ে বললাম এবার বল)
ছেলেটা যা বললঃ--------
--এইডা হইল একটা পলিথিন।আর এর ভিতরে আছে আডা।
-আডা আবার কি জিনিশ??
--আপনি পিস্টিং আডা চিনেন?
-মানে তুমি বলছ আঠা।যেইটা দিয়া ভাজ্ঞা জিনিশ জোরা লাগান হয়??
??
--হ্যা হেইডাই।
-হুম্ম তাহলে এটা দিয়া কি করো??
--এটা দিয়া পিনিক করছি।এটা করলে অনেক ভাল লাগে।
-পিনিক মানে নেশা করছ?কিভাবে করো এইটা??
--আপনি বুঝবেন না।
(ছেলেটার জবাব শুনে অবাক হলাম।!!!
এতটুকু পিচ্চি ছেলে এতো কিছু জানে কিভাবে???)
-আচ্ছা তোমার বাসা কোথায়.??
--বাসা নাই!
-কেন তোমার বাবা মা কোথায়?তাদের সাথে থাক না??
--বাবা মা ও নাই মইরা গেছে।
-কোথায় থাক? খাও কি?
--থাকি অই স্টেশন এ অইখানে ই রাতে ঘুমাই আর খাই মানুষের কাছ থেইকা চাইয়া ।
(তার জবাব শুনে আবার অবাক হলাম।
এইটুকু ছেলে কিভাবে একা জীবন কাটায়।?
আবার নেশাগ্রস্থ।
ছেলেটা কিভাবে তার জীবন চালাচ্ছে??
সে কিভাবে শিখল এইটা??.
এরকম আর অনেক প্রশ্ন আসে মনে।
ছেলেটা যেন খুব কষ্টে আছে আর শিখেছে জীবন চালনার মত্র।)
(অবশেষ এ ছেলেটাকে বললাম,, আচ্ছা তুমি এখন যাও।
ছেলেটা চলে গেল ও আবার হাতে পলিথিন জরিয়ে বসে পরল রাস্তার পাশে।)
খুবই অবাক করে দিল ছেলেটা।
(কি মাদক নামল??
জীবনের প্রথম চোখে দেখলাম ও শোনলাম।
আঠা দিয়া কেমনে নেশা করে??)
আরে ভাই আমাদের দেশটা মাদকে ছেয়ে আছে।
হাত বারালেই পাওয়া যায় এই সহজলভ্য মাদক সামগ্রি।
-
যা চলে যাচ্ছে কোমল মতি শিশুদের হাতে যারা নাকি আমাদের দেশের ভবিষ্যৎ।
ঘরে পরছে অনেক শিশু তাদের জীবনের পথ থেকে।
-
একটা ছোট ছেলে যদি কোন দোকানে একটা সিগারেট কিনতে যায়,তখন কেউ জানতে চায়না যে এটা কার জন্য??
এর নামই স্বাধীনতা।
-
আর এভাবেই নষ্ট হচ্ছে অনেক শিশু।
দেশ হারাচ্ছে তার সম্পদ।
-
মাদক সবার জন্য ক্ষতিকর।
আর এতে যে জরায় সে বেড়িয়ে আসতে পারে না।
-
-
বলে কোন লাভ নাই সব দোষ আমাদেরই।
আর আমরা ই পারি এর সমাধান বের করতে।
গল্পঃ**মাদকের ছায়া**
লেখায়ঃ'অ''নি''ক'(মজ্ঞলগ্রহের এলিয়েন)

কোন মন্তব্য নেই: