[কিছুদিন আগের ঘটনা ]
★
-এই যে আপু শুনছেন?
-জ্বী,বলেন...-
-আপনার ওরনাটা ঠিক করেন নয়ত চাকার ভিতরে চলে যাবে।
-ও,আচ্ছা আপনারা মেয়েদের ওরনার দিকে খেয়াল করেন কেন?
মেয়েদের দেখলেই লুলামি শুরু করে দেন??আমার ওরনা যেভাবে ইচ্ছা সেভাবে রাখব।
-আপনার যা ভাবার ভাবেন। নো সমস্যা--
আমার বলার দরকার বলে দিলাম।
--
অতঃপর --+---
সেখান থেকে আর কিছু না বলেই চলে আসলাম....
কথা বাড়াতে পারতাম কিন্তু বাড়ালাম নাহ...
যারা কথাই বোঝেনা তাদের সাথে কথা বলে লাভ কী?
তকে সতর্ক করতে গেলাম আর সে কি করল??
একটু অপমান করে দিল...
থাক সমাস্যা নাই....
যখন কোন দূর্ঘটনা ঘটবে তখন মনে পরবে যে অই ভাইয়াটা ঠিকই বলছিল।...
- [কোন একদিন অটোতে করে বাসায় ফিরার পথে এই ঘটনা]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন