২৬ শে মার্চ।
আমাদের ইতিহাস এ একটি মহান দিন।
১৯৪৭ সালে ভারত বিভক্তির মাধ্যমে পাকিস্তান সৃষ্টি হয়।
বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) প্রদেশের মর্যাদা পায় কিন্তু তখনকার শাসকগোষ্ঠী বাংলাভাষাকে বাদ দিয়ে উর্দু কে পাকিস্তানের রাষ্টভাষা হিসেবে ঘোষনা করে।
কিন্তু বাংগালিরা তা মেনে নেয়নি।
আর না মেনে করে ভাষা আন্দোলন।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি জিবন দেন রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত আর নাম না জানা অনেকে।
তারা ছিলেন খাটি দেশপ্রেমিক।
ভাষার জন্য নিজের জিবনকে উৎসর্গ করেছেন।
পৃথিবী তে আর কোন দেশ নেই যে মাতৃভাষার জন্য করেছে যুদ্ধ আর নাম লিখেছে ইতিহাস এর সর্নপাতায়।
এর পর ১৯৭০ সালের সাধারন নির্বাচন এ শেখ মজিবুর রহমান এর দল আওয়ামীলীগ জয় লাভ করে।।
কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে নতুন জাল বোনা শুরু করে ইয়াহিয়া সরকার।
-১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলা দেশে নারকীয় হত্যাযজ্ঞ চালায়।
আর এই ২৫ শে মার্চ রাতকে কাল রাত বলা হয়।
আর এই ২৫ মার্চ রাতে প্রান হারায় হাজার হাজার লোক।
জালিয়ে দেয়া হয় দোকান পাট।
আর গুলি ছোড়া হয় বাড়িতে প্রান হারায় অনেক সাধারন ও জ্ঞানী লোকজন।
আর শহরের বুকে জলপাই রং এর
দানব মানে ট্যাংক বিকট শব্দে এগিয়ে আসে আর হত্যাকান্ড চালায় শহরের বুকে।
দাউ দাউ করে আগুন জলে রাজপথে।
আর সে ঘটনা হয়ত দেখিনি, পড়েছি বইয়ে,শুনেছি দাদা-দাদুর কাছে।
আর তা যতবার শুনেছি শরিরের লোম গুলো যানি কেমন শিউরে উঠে,,রক্ত গরম হয়ে উঠে।
আর এ হত্যাকান্ড বেশিদিন টিকতেপারেনি।
আমরাও চুপ করে বসে থাকিনি করেছি যুদ্ধ।
হারিয়েছি অনেক আপন জন।
শহিদ হয়েছেন অনেক মুক্তিযুদ্ধা
অবশেষ নয় মাসে রক্তক্ষায়ি যুদ্ধের পর দেশ হয় মুক্ত।
লাক্ষ কোটি কন্ঠে উচ্চারিত হয় জয় বাংলা।জয় বাংলা।।
হাতে হাতে লাল সবুজের পতাকা।
আর এই দিনটি আনাদের জিবনের এক মহান দিন।
জিবন দিয়ে শহিদেরা প্রমান করে গেছেন যে আসল দেশপ্রেম কি।??
শুধু তাদের অবদান এর কারনেই আমরা মুক্তভাবে বাস করতে পারি।
মুক্ত পাখির মত আকাশে উড়তে পারি।
আর এ সকল ভাষা শহিদদের আমরা শ্রদ্ধা জানাই প্রান ভরে।
যাদের কারনে আমরা আজ স্ব।ধীন দেশের মানুষ।
পেয়েছি লাল সবুজের পতাকা।
হে,,শহীদদেরা তোমাদের কোটী কোটী সালাম।
জন্মভূমিকে ভালোবাসলে জীবন সার্থক হয়।
জন্মভূমির চিন্তা মানুষকে মহও ও গৌরব দান করে।
জন্মভূমির আকাশ, বাতাস, চন্দ্র,সূর্য, ফল,ফুল,সবই প্রিয়।
জন্মভূমির মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে জীবন ধন্য ও সার্থক হয়।।।
""সার্থক জনম আমার জন্মেছি এ দেশে,
সার্থক জনম মা গো তোমায় ভালবেসে।""
কবিদের কবিতার এই লাইন গুলো সত্যি ই অনেক আবেগপ্রবন।।
শেষ করার আগে আবার একবার জয় বাংলা...
।।।
লেখাঃঅনিক হোসেন (সাগর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন