মায়ের মত আর কেউ নেই।
পৃথিবীর সব কিছুর চাইতে মূল্যবান হল মা।
যার মা নেই একমাএ সেই বোঝে তার কষ্ট.,,দুঃখ। আমরা অনেকেই মায়ের সাথে খারাপ ব্যবহার করি। অনেক জ্বালাতন করি।
পবিত্র কোরআন এ মহান আল্লাহ উল্লেখ্য
করেছেন যে "তোমরা মায়ের মনে কষ্ট দিও
না,মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেপে ওঠে।...
মহানবী (সঃ) মায়ের পদতলে সন্তানের বেহেস্ত নির্ধারণ করে দিয়েছেন।
আর আমরা এই মাকেই কষ্ট দেই।
যে মা আমাদের দূনীয়াতে এনেছেন।
,আর আমরা তাকেই কষ্ট দেই। সকল ধর্মেই মায়ের মর্যাদা প্রদান কতা হয়েছে।
আর ইসলাম ধর্মে সবচেয়ে বেশি।
মা হল অমূল সম্পদ।
দুনীয়ার কোন কিছুই তার সাথে তুলনা হয় না। এই মায়ের জন্য যে সেবা করছেন, যত্ন করেছেন সেই হতে পেরেছেন সফল ও অনেক বড় মানুষ।
অনেক মানুষ জীবনে বড় হয়েছেন,,,,,
আর সব হয়েছে মায়ের দোয়ার কারনে।
উদাহরণ সরূপ বলা যায় বায়েজিদ বোস্তামির জীবন কাহিনী।
এটা আর বলা লাগবে না প্রায় সকলই তা জানেন। তিনি যা হয়েছেন সব তার মায়ের দোয়ার কারনেই। আপনি মাকে অনেক কষ্ট দিবেন,,,
আবার পরে গিয়ে বলবেন মা আমাকে মাফ করে দাও।
লাভ নাই রে ভাই কোন লাভ নাই।,,
দোয়া কখনো চেয়ে নিতে হয় না।
দোয়া আসে অন্তর থেকেই....
আজ বিশ্ব মা দিবস।
আমরা কি পারি না এই দিনে মায়ের জন্য কিছু করতে??? তার মুখে হাসি ফোটাতে।???
তাহলে চলুন,,,
মাকে যত কষ্ট দিয়েছি তার জন্য মাফ চাই। আর আগামিতে মায়ের সাথে এরকম ণা করার প্রতিজ্ঞা নেই।
সকলে ভাল থাকবেন l
লেখাঃ'অ''নি''ক'(অজশ্র কাব্যধারা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন