ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

নামহীন গল্প

মেয়েটা গাল ফুলিয়ে পুকুর পাড়ে বসে আছে।মেয়েটা মনে হয় অভীমানের সাথে রিলেশন করে ফেলছে।....
তাই সামনে যেতেও ভয় করছে,মেয়েটা পুকুর পা,রে বসে অনায়াসে পানিতে ইটের কনা ফেলছে, তাও অনেক জোড়ে জোড়ে।আসলে হয়েছে টা কি সেটাই জানিনা।-- 
-
-এই যে ম্যাম শুনছেন?
*আরচোখে বলল জ্বী বলেন।
-আপনাকে না বলছি এভাবে আরচোখে তাকাবেন না,আমার মনে আঘাত লাগে।-
-লাগলে আমার কী,নিজে যখন আমাকে আঘাত দাও তখন আমার কেমন লাগে?
-আমি আবার তোমাকে কবে,কখন আঘাত দিলাম?
-রাখ আর সাধু সাজার প্রয়োজন নাই,আমি সব দেখছি আর বুজছি।!!
-দেখছো,বুজছো মানে কী?কী দেখছো?
-আরে রাখো তোমার নাটক, আমি কে তোমার?আমার কাছে কেন আসছো?
-তুমি আমার কে মানে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না,যা বলবে সরাসরি বল।...
-বুঝতে পারছো না তাই?যাও অই মেয়েটার কাছে যাও সব বুঝিয়ে দিবে,দেখছি তো সব দেখছি।রিকশায় একসাথে বসে, আবার রেস্টুরেন্ট এ গেছো- 
-অই তুমি এক ললাইন সবসময় বেশি বুঝ কেন?ওই মেয়েটা কে জানো?
-হুম্ম, জানি! বলবা "আমার কাজিন""। তোমার তো কাজিনের অভাব নাই,একদিন পর পর একটা কইরা কাজিন পাও...হুহ!!
-আরে বোকা মেয়ে ও আমার বোন,আপন বোন সিম্মি,কাজিন না!
-বল আরও মিথ্যা বলো,মিথ্যুক।মন চাইতাছে পুকুর এ নামিয়ে চুবানি দিতে।!
-অই কালকে এইখানে আবার আসবা আমি সিম্মিরে নিয়া আসব সাথে কইরা,নিজেই জিজ্ঞাস করে নিও ও আমার কে?
-আনা লাগবে না, তোমার চেহারা দেখেই বুঝা যাচ্ছে তুমি সত্য বলছো,সরি ভুল বুঝবার জন্য।
-বাহ! চমৎকার!শশুর বাবাজি তোমাকে আবার চেহাড়া পড়ার উপরেও ও শিক্ষা দিছেন?
-অই ফাজিল ছেলে ফাজলামি করবি না নয়ত চুবানি খাবি,কেনরে তুই এমন করিস?এতো কষ্ট দিস কেনরে ফাজিল ছেলে?তোর সাথে কোন মেয়েকে দেখলে আমার মন কাদে রে,সব সময় তোকে হারাবার চিন্তা মনের মাঝে কষাঘাত করতে থাকে,আমি তো তোকে হারাতে চাইনা রে ফাজিল ছেলে।আমি তোকে অনেক ভালবাসি রে....
(মেয়েটার চোখের কোন বেয়ে জল পরছে,তার এই চোখের জল গুলো আসলেই পবিত্র ছিল)
-অই মেয়ে কান্না করিস কেনো?এতোদিন শুনে আসছি ছেলেদের আবেগ নাকি বেশি হয়,এখন দেখি তর আবেগ ও অনেক বেশি।আমি তোকে আগেই বলছি,জীবন থাকা অব্দী কখন ও তোকে ছেড়ে কোথায় যাবনা রে....
(অতঃপর মেয়েটা উঠে এসে আমায় জড়িয়ে ধরল।)
-
হায়রে ভালবাসা,যে এর মাঝে পরে সে আর বেড়িয়ে আসতে পারেনা।
আর এরকম অনেক ভালবাসার গল্প গুলো অসম্পূর্ণ থেকে যায়,মাঝ পথেই সাটা হয় "ব্রেকআপ " নামের পোষ্টার।
-
আসলে চকচক করলেই তো আর আসল সোনা হয়না,খাদ মিশ্রিত থাকবে যা আপনাকে পরিক্ষা করে নিতে হবে,সোনা খাটি নাকি নকল।
তেমনি ভালবাসা ও কখন ও খাটি হয় না।চাকচিক্য, সুন্দর চেহাড়া ভাল ব্যবহার।,চুলে স্পাইক ভাল সুগন্ধী,ভ্রপ্লাক করা এসবে একটা মেয়ে বা ছেলের ভালবাসা খাটি হয় না।
এর মাঝেও খাদ মিশ্রিত থাকে!
যেমনঃ-সন্দেহ,মিস- আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি।
-
একটা সম্পর্ক কে নষ্ট করে দিতে সন্দেহ নামক জিনিশটা খুবই প্রভাব বিস্তার করে।
একটা সম্পর্কে বিষ হয়ে মিশ্রিত হয় এবং এর ফলে অপমৃত্যু ঘটে একটা ভালবাসার।
-
ভালবাসা কোন দোষ বা অন্যায় না,ধনী গরিব সকলের জন্য ভালবাসাটা সমান।
একজন ধনীর ভালবাসা শোভা পায় হয়ত নিজের গাড়িতে,না হয় DSLR ক্যামেরাতে।
আর অপরদিকে একটা গরিবের ভালবাসা শোভা পায় তার কুঁড়েঘর এ,তার মনে,তার অন্তরে।
মাধ্যম যাই হোক না কেন ভালবাসা টা কিন্তু একই থাকে।--  
-
গুনী জনরা বলেছেন "পৃথিবীটা ভালবাসার উপরে টিকে আছে"।মনে হয় তাই,নয়ত পৃথিবীটা এতোদিন নরকে পতিত হতো।
-
ভাল থাকুক ভালবাসায় আগলে রাখা মানুষগুলো।
সুন্দর হোক প্রতিটি মানুষের জীবন,তাদের জীবন এর গল্প গুলো লিখা হোক সুন্দর করে মাধুর্যতা মিশিয়ে।
তাদের ভালবাসা হোক অনেক পবিত্র, শাশ্বত, সিক্তময় ও খাদ বিহীন.... এই কামনা 
-
বিঃদ্রঃ এইটা শুধু একটা কাল্পনিক গল্প,যার বাস্তবিক রূপ আমি কখনই দিতে সক্ষম হবোনা।-
জানিনা কেমন হয়েছে,ভাল হলে অবশ্যই বলবেন এতে করে লেখালেখিতে উৎসাহ বৃদ্ধি পায়।---  

কোন মন্তব্য নেই: