ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

লুলুলু

--ললনা, একটা কথা জিজ্ঞাস করব?
-কী, বল।
- তোমরা তো দুইটা জমজ বোন।....
-তো কী হইছে?
-কিছুনা,তবে তোমরা দুই জন জমজ হইলা কিভাবে?
-জানিনা।
-কেন?
-অই কথা প্যাঁচানো বন্ধ করে বলো কী হইছে?
-কিচ্ছুনা,আমিও চাই আমাদের দুইটা টুইন বেবি হোক?
-ওলে বাবালে,এহ! এখনই বেবির চিন্তা,অই ছেমড়া আগে নিজের পায়ে দাড়া এর পর আমাকে নিয়া স্বপ্ন দেখিস.. কেমন?
-কী বল আমি কী অন্য কাউর পায়ে দাড়াইছি?
-অই চুপ্প! আর কী বলতে চাও বলো।...
-অই যে জিজ্ঞাস করলাম, টুইন বেবি হয় কেনো?
-অই শয়তান ভাগ, পরে দেখা হইব আবার, তমার সাথে একজায়গায় যাব।
-আচ্ছা উত্তর টা দিলানা?
-তোমার আম্মুরে জিজ্ঞাস কইরো।
-আম্মুরে? নাহ লজ্জা করে হুহ...
-তোমার আবার লজ্জা ও আছে?
-না নাই,যাও তোমার মাষ্টারকপি বোনের সাথে যেখানে যাবা।...
-
-
আসলেই ভালবাসার বন্ধনে আটকে রাখা মানুষগুলো কে নিয়ে অনেক চিন্তা,মাথায় আসতে থাকে।
নিজের একটা সংসার হবে,থাকার একটা ঘড় হবে।
ইট দিয়ে গড়া হোক,বা কুঁড়েঘর হোক সেই ঘড়ে থাকে সুখে থাকার স্বপ্ন।...
সুখ মানে বিশাল অট্টালিকায় থাকা না,কুঁড়েঘরে থাকলেও সুখ এসে ধরা দিবে আপনার জীবনে।
-
-
অতঃপর বাসায় গিয়ে,রাতের খাবার খেতে বসলাম....।
আম্মুকে জিজ্ঞাস করব ভাবতে ভাবতে গিয়ে ঘুমিয়ে পরলাম।...
সকাল বেলা ঘুম থেকে উঠি ৮:৩০ টায়।
সকাল বেলা আম্মু প্রতিদিন হাটতে যায়,আজকেও গেছেন কি ভাইবা বাসায় ফেরার পথে কলা কিনে আনছেন।
ঘুম থেকে উঠে কলা দেখে লোভ সামল দিতে পারলাম না,ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে বসে পরলাম কলা খেতে ২ টা খাওয়ার পরে আম্মুর আগমন...
-অই জমিদার?
-কাকে বলছো আম্মু?
-কাউরে না তরে বলতাছি,সারাদিন ঘুড়াঘুড়ি আর সকাল, ৯ টায় ঘুম থেকা ওঠা,জমিদার বলে কথা।আবার বইসা পরছত খাইতে।
-অই আমি জমিদার বাবার ছেলে বলে কথা।
-অই এইদিকে দেখ এই কলাটা খাবি না।
-কেন কী হইছে।
-হায়রে বোকা এইটা জমজ কলা,তরা জানি কি বলছ টুইন নাকি ওইটা।
-হুম্ম,টুইন তো কী হইছে? কি হবে খেলে?
-দেখবি তর ও টুইন বাচ্চা হইব।
-অহহ!!ওক্কে খাব না।
-
-
কী ভাগ্য, প্রশ্ন না জিজ্ঞাস করতেই উত্তর পেলাম।...
-
এবার আমার ও টুইন বেবি হইব। হি হি।
দিলাফ ফোন রমা কে।...
-হ্যাল,কই তুমি?
-বাসায়, কেন?
-জরুরী কথা আছে,আমাদের প্রিয় জায়গাটায় আস।
-আচ্ছা আসতাছি।
-
-
আজকে তো অনেক খুশি, জানুরে তো আজকা লজ্জা দিতাম...।
অতঃপর দুজন একসাথে, একই জায়গায়।..
-অই কী কথা বলো?
-আমাদের টুইন বেবি চাই।
-তো আমি কি করব?
-জানু তুমি না প্রতিদিন জমজ কলা,আম,আপেল এগুলা খাবে?
-তো কী হবে এতে?
-আমাদের টুইন বেবি হবে।!
-কে বলছে? এই কথা?
-আম্মু বলছে...
-কী তুমি আবার জিজ্ঞাস ও করছো?আর শোন আমাদের টুইন বেবি লাগবে না।ওকে?
-কেন?
-মনে আছে তুমি মাঝে।মাঝে তমাকে রমা মানে আমায় মনে করে সামনে গিয়ে জিজ্ঞাস করো,নাম কী?এর পর নাম তমা জানার পরে sorry বইলা পালাও?
-তো কী হইছে?
-তাহলে আমাদের টুইন বেবি হলে তাদের সাথেও এমন হবে...?
-তুমিতো ৫ জি গতীতে ভাবতাছো?
-অই চুপ্প থাকতো, কফি শপে যাব গেলে আস, নয়ত গেলাম।.
-হুহ বুজছি বিল আমাকে দিয়ে দেয়ানোর ধান্দা?
-হুম্ম,যাও বল তুমিই দিও
-
অই আমার কিন্তু টুইন বেবি ই
চাই...

কোন মন্তব্য নেই: