ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

লুল টাইপের ভালবাসা

-এই তুমি অই ছেলেটার সাথে কথা বলছ কেন.?
-কেন কি হয়েছে?কথা বলছি আর কিছু নয়ত?
-কেন বলবা?
-আরে ও আমার ফ্রেন্ড, যখন আমি স্কুলে পরতাম ঠিক তখনকার।...
-এহ! ফ্রেন্ড! তুমি আমাকে ছাড়া কোন ছেলের সাথে কথা বলতে পারবা না... বুজতে পারছো?
-ফ্রেন্ড দের সাথেও কথা বলবো না?
-না কারও সাথে না,
-আচ্ছা তোমার কি হইছে যে আজকে এতো আজব আজব কথা বলছো?
-কিচ্ছু হয়নি আমার,আমি সম্পূর্ণ ভাল আছি।
-তাহলে এমন কথা বলছো কেন?
-বুজছি তুমি আমার কথা রাখতে পারবা না,যাও ফ্রেন্ড দের সাথে গিয়েই কথা বল,,যাও
-অই বেশি ঢং কইরো না তো, আমি বাসায় চলে যাচ্ছি।
-তাহলে যাচ্ছনা যে?যাও যেখানে খুশি সেখানে যাও,আমার কী?হুহ!
-
(মেয়েটা রাগান্বিত ভাবে তাকিয়ে থাকল কিছুক্ষণ, এর পরে চলে গেল সে।
কেন জানি নিজেকে সামলাতে পারিনা, মাঝে মাঝে মেয়েটাকে কষ্ট দেই।মনে হয় আমার মাঝে মেয়েটাকে হারানোর ভয় আছে,তাও অনেক।আসলে আপন মানুষ টাকে নিয়ে চিন্তা,ভয় সবসময় থাকে,যা আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে।তাই মনে হয় মেয়েটাকে কার সাথে কথা বলতে দেখলে আমার মাথা গরম হয়ে যায়।)
-
দুপুর ১ টা কি দেড়টা বাজবে।...
পচা মার্কা মন নিয়ে আর থাকতে পারছি না তাই মেয়েটাকে একটা ছোট করে ম্যাসেজ দিলাম,কিন্তু কোন জবাব পেলাম না তাই ফোন দিলাম।...
-হ্যাল,
-জ্বী স্যার,বলেন আপনার ফোনের আশায় ছিলাম।
-এহ!আমার ফোনের আশায় ছিলে..
-জ্বী,স্যার আপনার ফোনের আশায় ছিলাম।
-কেন ছিলা?
-তুমি মনে হয় জানো না?
-হ্যা,জানি প্রতিবারের মত ও আজকেও বলবা আমাকে ভালবাস তাই।...
-আল্লাহ!! তুমি এতো বেশি বুঝ কিভাবে?
-জানিনা। -
-তাহলে তুমি ফোন দিলে কেন?
-তোমাকে না অনেক দেখতে ইচ্ছে হচ্ছে তাই 
-এহ!যাও দেখা লাগবে না।...
-না দেখব,কখন কোথায় আসবা বল?
-আসব না।
-যাও তোমার ফ্রেন্ড দের সাথে ঘুড়তে যাও,যাও।
-আবার বেশি বুঝতেছ,যাও আসব।**** এই জায়গায় বিকাল ৪ টায়।
-ওকে, আমি তোমার আগেই আসব।... 
-
(আপন মানুষ গুলার প্রতি রাগ করা খুব সহজ তবে বেশিক্ষণ থাকা যায়না।   )

দুপুর গড়িয়ে বিকেল হয়ে চললো,তার বলা জায়গায় আমি এসে বসে আছি,কিন্তু মেয়েটার কোন খবর নেই।....
-এই তুমি কোথায়? (ফোনে)
-আমি?
-হুম।
-রিকশায় আছি, আসতেছি একটু বস।...
-আচ্ছা,আস রাখলার।.....
(ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রাখার আগেই দেখি আমার সামনে রিকশা হাজির,মেয়েটা নেমে আসল রিকশা থেকে।....
মেয়েটা নেমেই আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল,এ যেন মায়াবী হাসি,যা দেখলেই মনে আঘাত দিয়ে যায় আলতো করে।মাঝে মন চায় মেয়েটার হাসি আমার রুমের মধ্যে সাজিয়ে রাখি।....
অতঃপর রিকশাচালক কে ভাড়া দিয়ে বিদায় করলাম)
-এই যে স্যার এসে পরছি..
-হুম দেখলাম তো।..
-কেমন লাগছে আমাকে?
-সুন্দ্রী
-এহ!সুন্দরী, পেত্নী ও কী আমি?মাঝে মাঝে তো বলো আমাকে।..
-হুম সুন্দ্রী,তেতুলতলার পেত্নি,পরী সব তুমি।... 
-এই তুমি ঠোটে কি লাগাইছো?
-তুমি ই না ওই দিন গিফট করলা?
-হ্যা করছি লিপজেল, শীত এসে পরছে তাই কিন্তু আমিতো তোমাকে লিপস্টিক গিফট করিনি?
-তোমার দেয়া লিপজেল টাই এমন।...
-সত্যি করে বলো, কোন মেয়ের সাথে কি করছো?মনে হচ্ছে কেও তোমাকে লিপস্টিক লাগিয়ে দিছে।
-হুম যাও লাগায় দিছে তাতে কি হইছে?
-সত্যি লাগিয়ে দিছে?
-হ্যা, সত্য একদম সত্য।..
( মেয়েটা কান্না শুরু করে দিল,চোখ বেয়ে অশ্রু ঝরছে।)
-আরে কান্না করছো কেন?তোমার মেকাপ নষ্ট হয়ে যাবে।...
-   আমি মেকাপ মারিনি যে নষ্ট হয়ে যাবে।... তুমি কিভাবে এমন করতে পারলা?
-আরে মিথ্যা কথা, সত্যি আমি তোমার দেয়ে লিপস্টিক ও সরি লিপজেল টাই লাগাইছি,সত্যি,সত্যি।
-সত্যি তো?
-হ্যা সত্য।
-স্যার চোখের পানি গুলা মুছে দিবে কে?
-নিজে মুছে নাও।
-আপনিই মুছে দিন.... 
-
(আসলেই প্রিয় মানুষটার সাথে সামান্য খুনশুটি,রাগ,অভিমান এর পরে আবার সব স্বাভাবিক হয়ে যাওয়া।...এমনটা হতেই থাকে।.
আর এর মাঝে লুকিয়ে থাকে শুধুই ভালবাসা। )
-
বিঃদ্র:- একটা লুল টাইপের গল্প।কারও কাছে ভাল না লাগলে দুঃখীত...

কোন মন্তব্য নেই: