ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

হিজাব

মুসলিম ভাই বোনরা পোষ্টটা অবশ্যই
পড়বেন।...।


হিজাব।...
হ্যা হিজাব, সম্পর্কে আপনারা সকলেই
কম বেশি জানেন।......
মুসলিম মেয়েদের পর্দা করা ফরজ। আর এই
কারনেই হিজাব পড়া হয়।....
এতে করে মেয়েদের গোপনীয় অঙ্গ সমূহ
হেফাজতে থাকে।.....
এতে করে মেয়েদের শরিরের উপরেরে
আকৃতি বোঝা যায় না ঢাকা থাকে
হিজাবের নিচে।--
-
অনেক মেয়ে আছে যারা হিজাব
পরেন,তাদের অনেক ধন্যবাদ।
আমি আর কি বলব মুসলিম মহিলাদের জন্য
পর্দা করা ফরজ করে দেয়া হয়েছে।....
-
আবার কিছু ক্ষেত্রে নাক না গলিয়ে
পারলাম না।.....
-
প্রায় দেখা যায় অনেক মেয়েরা
হিজাব পড়ে,তারা পরে কেন জানেন?
just only আধুনিকতার জন্য।আর এর মূল কারন
হলো আধুনিকতা আর ফ্যাশন করে
নিজেকে শো আপ করার জন্য।।......
-
আধুনিকতা এটা কেমন আধুনিকতা?
যেখানে আপনি পর্দা করছেন, বয়ফ্রেন্ড
কে নিয়ে ঘুরছেন,অনেক রাতে বাসায়
ফিরছেন আবার মাঝে মাঝে নাইট
পার্টি করছেন,নাচছেন সব করছেন ভাল
কথা, কিন্তু একটা প্রশ্ন হিজাব পরেছেন
এর পিছনের কারন টা কী?
এমন আধুনিকতার কি দরকার যেখানে
পর্দা করতে গিয়ে আপনি আর ১০ টা
ছেলের সাথে মিশছেন।
দরকার কী এমন আধুনিকতার যার প্রশ্রয়
নিয়ে আপনি ইসলাম বিরোধ করছেন।
শত ধিক্কার সে সকল মেয়েদের উপরে।
-
এইটা তো দেখা যায় এক হিসেবে
শরীর উলঙ মুড়ি ঘোমটার মত হয়ে
গেলো।...
-
পরনে জিন্সের প্যান্ট আর স্কার্ফ আর
মাথায় বাধা একটা হিজাব।...
কারনটা কী?ভাবছেন আপনি হিজাব
পরে মানুষের সুনজর এ আসবেন?
-
ভূল সম্পূর্ণ ভূল।
-
এতে করে কি হবে জানেন?আপনার
পিছনে ১০ ছেলে দাঁড়িয়ে পরবে।
আপনারা এটাই তো চান।.....
-
বয়ফ্রেন্ড কে নিয়ে রিকশায় চরে ঘুড়ে
বেড়াচ্ছেন, চাপাচাপি করে বসে
ঘুড়ে বেড়াচ্ছেন হাতে হাত ধরে
বসেছেন। আপনি কি জানেন এই রিশকা
আপনাকে জাহান্নামের দরজায়
নামিয়ে দিয়ে আসবে।
-
পরকালে আপনি জাহান্নামে
যাবেন,অবশ্যই যাবেন, আপনি হিজাব
পরে শো আপ করে বলছেন আপনি
মুসলিম,অথচ আপনার নামাজের খবর
নেই,ইসলাম এর কিছুই মানছেন না,ইসলাম
এর প্রতি কোন জ্ঞান নেই।.....
-
ইসলামে শরিয়ত এ প্রেম ভালবাসা
জায়েজ আছে।তবে সেটা হবে আত্মিক
প্রেম যা আপনি বিয়ের পরে আপনার
স্বামীকে করিবেন।
এর আগে কারও সাথে নহে।
-
কিন্তু আপনি কি করলেন? হিজাব পরে
বয়ফ্রেন্ড এর সাথে ওই যে রিকশায় চড়ে
ঘুড়লেন।
-
লিখতে মন চায় অনেক কিছু কিন্তু লিখব
না।কারন এতে করে আপনাদের শরীরে
ফোসকা পরে যাবে....
-
এখনও সেই সকল আপুদের বলছি আপনারা
ভাল হয়ে যান।
ইসলাম ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা
করুন ,, পরকালে আপনি নিশ্চিত সুমহান
মর্যাদা পাবেন।....
-
বিঃদ্রঃ পোষ্টটা ইচ্ছা করলে আরো
বড় করতে পারতাম তবে তা ১৮+ হয়ে
যেত।এখন প্রায় হয়েই গেছে।
যা আপনাদের কাছে খারাপ লাগত।
তবুও কারও কাছে খারাপ লাগলে ক্ষমা
করবেন।
-
লেখাঃ Anik Hasan ( মঙ্গলগ্রহের
এলিয়েন )

কোন মন্তব্য নেই: