ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

কোন একদিন

কোন এক দিন কলেজ হতে বাসায় ফিরছিলাম ক্লান্ত শরির,গরমের দিন শরির একদম ক্লান্ত।হাটতেও কষ্ট হচ্ছে।তাই রাস্তার পাশের একটা চায়ের দোকানে গিয়ে বসলাম।
অনেক পানি পিপাসা লাগছে,তাই দোকানদার কে ডাকলাম। --
-ও ভাই শুনছেন?
-জ্বী,ভাই কন কী লাগব আপনার?
-ভাই ঠান্ডা পানি হবে?
-ভাই আছে ঠান্ডা পানি আর কিছু লাগব?
-ভাই আগে পানি দিন।পরে কিছু লাগলে বলছি।..
-আচ্ছা ভাই বসেন পাঠাচ্ছি পানি,"অই কালাম এইদিকে এক গ্লাস ঠান্ডা পানি দেতো"।
(হেল্পার কে বললেন)
-
প্রায় দুই মিনিট বসে থাকার পরে একটা ছেলে পানির গ্লাস হাতে এগিয়ে আসল।.....
-এই যে নেন ভাই পানি।
-ওহ ধন্যবাদ তোমাকে।
(ছেলেটা মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছিল। তাকে আবার ডাকলাম)
-এই ছেলে শুনো..
-কী ভাই কিছু লাগব?
-না কিছু লাগবে না। আচ্ছা তোমার নাম কী?
-আমার নাম হইল কালাম।
-ওহ,! তুমি কী এই দোকানে কাজ করো?
-হ আমি এই দোকানে কাম করি।...
-ওহহ!!""""
-
(শুনে অবাক হলাম! এতটুকু ছেকে কিভাবে কাজ করে? বয়স আনুমানিক ৯-১০ বছর হবে)
-আচ্ছা তুমি কাজ করো কেন?
-ভাই কাম না করলে খাওন পামু কই?
-কেন তোমার বাবা নেই?
-না বাবা মারা গেছেন। বাইতে (বাড়িতে) মায়,দুই ভাই আর একটা বোন আছে।
-ওহ তাহলে তোমার ভাইরা কি করে?
-ওরাও আমার মতন কাম করে।
-কত টাকা পাও কাজ করে?
-৪০ টাকা পাই।.......
("অই কালাম এদিক আয়।সামনে এই চা দুইটা দেতো " দোকানদার এর ডাকে ছেলেটা চলে গেল।)


বসে বসে ছেলেটা কে নিয়ে ভাবছি,এইটুকু বয়সে কিভাবে কাজ করে? তার তো এখন সময় পড়াশোনা করার।
ভাবতে ভাবতে মনে হলো আমি কান্না করছি।
ছেলেটার কথা ভেবে না,,, নিজের কথা ভেবে কাঁদছি।
আমার তো বাবা আছে,তার যদি কিছু হয়ে যায়? কি হবে আমার?কি হবে আমার পরিবারের?
হয়ত আটকে যাবে পড়াশোনা টা।নিজেকেও কাজ করতে হবে।
-
একটা ঘড় যেমন খুটি বা খাম ছাড়া দাড়িয়ে থাকতে পারেনা তেমনি বাবা ছাড়া একটা পরিবার দাড়িয়ে থাকতে পারেনা।... যেমন তা ছেলেটার (কালাম) এর পক্ষে হয়েছে।...
-
যার যার বাবা তার কাছে অমুল্য সম্পদ। যার বাবা নেই তারা হয়ত এর কষ্ট বোঝেন।আমার আছে তাই মনে হয় বুঝিনা।....
-
-আব্বু আমার কিছু টাকা লাগবে।
-কেন?
-আমার জুতো কিনতে হবে।
-আচ্ছা,দুইদিন পরে নিস এখন টাকা নাই।
-নাহ!আমার আজকেই লাগবে।
-অই যা ভাগ বললাম তো আজকে নাই।
(এমন অনেক সময় না পেয়ে চলে আসি।পরে কিন্তু নিজেই টাকা টা দেন আর বলেন যা কিনে নে বা খরচ কর।
তাকে ধন্যবাদ টাও দেইনা)
-
বাবা, আব্বু,ডেড যে যাই বলেন না কেন মানেটা একই দাড়ায়। আমার বাবা আমার কাছে ঠিক বন্ধুর মতো।ঠিক ছায়া হয়ে আমার সাথে মিশে আছেন।....
-
বাবাকে কে তো অনেক ভালবাসি। তারপরেও কেন জানি না জেনে বাবার মনে অনেক কষ্ট দেই।
নিজেকে তো আর দুধে দোয়া তুলসী পাতা বলতে পারব না কারন বাবাকে মাঝে মাঝেনা জেনে মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলি।পরে আবার মাফ ও চেয়ে নেই।
কারন বাবা-মায়ের মনে কষ্ট দয়ে কেউ সুখি হতে পারেন না।.....
-
আর ধিক,অনেক ধিকক্কার তাদের জন্য যারা মা-বাবাকে জেনেশুনে কষ্ট দেয়। মার ধর করে। দেখা যায় বুড়ো হলে ফেলে আসে কোন বৃদ্ধাশ্রমে।
-
হায়রে মানুষ কতো আজব?
-
বিঃদ্রঃ আর লিখতে পারলাম না। এমনিই অনেক বড় করে ফেললাম। কারন এতে আপনার পড়তে চাইবেন না।
কোন ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
-
সকলে ভাল থাকবেন,ধন্যবাদ।
*
লেখাঃ Anik Hasan (মজ্ঞলগ্রহের এলিয়েন)

কোন মন্তব্য নেই: