ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

সর্বনাশা ইয়াবা

আমাকে একটা ট্যাবলেট দিন প্লিজ।,,,,একটা দিন। প্লিজ.....।

রিফান ছেলেটা ট্যাবলেট এর জন্য বিনতি করছে। যেমন তেমন ট্যাবলেট না মানে ইয়াবা।.....
-
কোটিপতি বাবার একমাত্র সন্তান। ছেলেটা ছোট বেলায় খুব ভাল ছিল। খুব বুদ্ধিমান ও ছিল বটে।....
-
আর সেই ছেলে এখন প্রায় মরার পথে।নেশাখোর চরম নেশাখোর।....
-
যখন সে ক্লাস ৬ এ পড়ে তখন থেকে সে নেশার সাথে জড়িয়ে পরে।
স্কুলের বাইরের টং দোকানটায় বসে সিগারেট এর ধোয়া শুষে নিতে শিখে।সে এমনটা হয়েছে তার সাথে পড়ুয়া কিছু বন্ধুদের সাথে মিশে।
বন্ধু বান্ধবের দেখা দেখি সিগারেটে একটা দুইটা টান। এক পশলা আড্ডা এর পরে ধীরে ধীরে সে সিগারেট এর পাশাপাশি আরও নানান রকমের নেশা জাতীয় দ্রব্য গ্রহন করা শুরু করে।.....
*
ক্লাস ৮ এ উঠার পরে জেএসসি পরিক্ষা দিতে পারেনা।
কারন তার মন আর পড়ালেখার দিকে নেই।
তাই বন্ধ হয়ে যায় পড়ালেখা।
এর পরে ছেলেটা দিন কে দিন আরও বদলে যায়। তার রক্তের সাথে আত্মার সাথে মিশে যায় মাদকের ছোঁয়া।.....
-
বাবার পকেট থেকে টাকা নেয়া,গভীর রাতে বাসায় ফেরা।কেটে যায় ঠিক ৫ টা বছর। তার বাবাতো ব্যবসায়ী, জন্মের পরে ছেলেটার ভাগ্যে তার মার মুখ দেখা হয়নি।
জন্মের পরেই তার মা মারা যায়,এর পরে তার বাবা আরেকটা বিয়ে করেন।নতুন মা আসে। তার কথাতো আর বললাম ই না।....
..
ছেলেটার কিছুদিন আগে ক্যান্সার ধরা পরেছে,ফুসফুসের ক্যান্সার। সাথে লিভারটাও মনে হয় পচে গেছে মাদকের দ্বারা।
-
ছেলেটাকে পাঠানো হয়েছে একটা বড় হাসপাতালে। চিকিৎসার জন্য।.....
-
হাসপাতাল এর বেডের সাথে হাত পা বাধা। খুব কষ্টে আছে ছেলেটা।ডাক্তারের কাছে শুধু একটা ট্যাবলেট এর জন্য আহাজারি তার।
অতঃপর ডাক্তার তাকে ইনজেকশন মেরে ঘুম পারিয়ে দেয় গভীর ঘুমে।....
-
ছেলেটার জীবন এখন পশুর ন্যায় হয়ে গেছে।
নামে মাত্র মানুষ,কিন্তু এখন হাসপাতালের বেডে হাত পা বাধা ঠিক পশুর মত।...
হায়রে জীবন এভাবে বেচে থাকার চেয়ে না থাকা ভাল।....
-
ছেলেটা হয়ত টাকার জোরে বেচে যাবে তবে কিছুদিন এর মেহমান হিসেবে।হয়ত ১ বছর,২ বছর, ৩ বছর তবে এর চাইতে বেশি নয়।....
-
জানেন আমাদের দেশের ছেলেমেয়েদের আজকের অবস্থা এমন কেন?
তাহলে শোনেন---।
সোনার বাংলাদেশ, এই সেই সোনার বাংলাদেশ।আধুনিকতার ছোঁয়া লাগায় দেশ বদলে গেছে।...
বাবার হোটেলে খাওয়া,বাবার টাকায় মজা করা।
নামি দামি,বড় সস্কুলে পড়া।সেখানে বন্ধুদের সাথে আড্ডা দেয়া।
এর পরে নেশা করা,আরও কতো কী।.....
-
আর এই সেই ডিজিটাল বাংলাদেশ যেখানে বেশির ভাগ স্কুল কলেজের বাইরে পাওয়া যায় মাদক সামগ্রী।
যেখানে ছেলেমেয়ে কি করছে তার বাবা মায়ের কোন প্রকার খেয়াল ই করেন না।
আর কি বলব? কিছু নেই বলার সব আপনাদের সামনে।
-
রিফানের এমন হবার কারনটা তার ভাগ্যেই লিখা ছিল।আর হয়ত এই কারনেই বিধাতা তার মাকে নিয়ে গেছেন।
তার মা থাকলে সে কখোনই খারাপ পথে যেত না।
সুখে থাকত ছেলেটা,কিন্তু কি আর করার সব ভাগ্যের পরিনতি।
-
একটা প্রবাদ আছে.....
"ভাগ্যে লিখন,যায়না খণ্ডন "
আসলেই ঠিক তাই।ভাগ্যের লিখন কেউ বদলাতে পারেনা।এটাই সত্যি আর এটাই শাশ্বত .....
..
মাদক হতে দূরে থাকুন,সুস্থ থাকুন।রঙ্গিন ও উজ্জ্বলময় হোক আপনার জীবন।
সুন্দর ও সুষ্ঠ সমাজ গড়ুন।
ধন্যবাদ।
*
লেখাঃ Anik hasan ( মঙ্গলগ্রহের এলিয়েন )

কোন মন্তব্য নেই: