কিফাত, সহজ সরল একজন ছেলে.......
ঢাকা মেডিকেল কলেজ এ পড়া লেখা করছে।
ছেলেটা খুবই মেধাবী ।পরিবারের বড় ছেলে এবং সে একা আর কোন ভাই বোন নেই।
একদিন কলেজ এ কিফাত ক্লাস করছে।
সেদিন সেখানে একটি নতুন মেয়ে আসে,নাম শোভা।
মেয়েটা যেমন সুন্দর তেমনি চাঞ্চল্যকর।
কিফাত শোভাকে দেখে কি জানি অদ্ভুত একটা জিনিশ অনুভব করা শুরু করে।
দুই দিন পরে কিফাত কোচিং এ যায় সেখানেও সে একি ঘটনা, শোভা আবার সেখানে।
আর সেদিন ঈ হয় শোভা আর কিফাতের পরিচয়।
কিফাতঃ Hlw,, আমি কিফাত।
-জ্বি আমি শোভা।
-কোথা থেকে এসেছেন আপনি?
-রংপুর থেকে,আপনি?
-আমি সিলেট থেকে।
-ওহ ভাল, বিদায় আবার পরে কখনও কথা হবে।
-আচ্ছা চলে যাবেন তাহলে যান,বিদায়।
(মেয়ের সাথে দেখা করার পরে কিফাত যেন
গলে পানি হয়ে যাচ্ছে)
কিফাত যেখানে যায় সেখানেই তার চোখের সামনে ভেষে ওঠে শোভার মুখ খানি।
প্রায়ই দেখা হত কিফাত ও শোভার।অল্প কিছু কথাও হতো।
আর কিফাত যে শোভাকে ভালবেসে ফেলেছে তা তো কোন ভাবেই বলতে পারছে না।
তবে কিফাত একদিন শোভাকে তার মনের কথা গুলো বলেই ফেলে।
-এই যে একটা কথা শুনবে?
-হুম্ম বল।
-কিভাবে যে বলব বুঝতে পারছি না।
-আরে কি বলবে বলে ফেলো।
-আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তোমাকে আমার খুব ভাল লাগে।
জানি না কেন,তবে মনে হয় তোমাকে খুব বেশি ভালবেসে ফেলেছি।তুমি কি আমায় ভালবাসবে?তোমার জীবন সাথী বানাবে?
-এসব তুমি কি বলছ কিফাত?ভাবছিলাম তুমি আমার খুব ভাল বন্ধু হবে,তবে তুমি তা
ভাবলে না।
-কিন্তু আমি যে তোমাকে বড্ড ভালবাসি।তুমি কি আমার ভালবাসার সম্মান রাখবে না?
-না আমি তোমাকে ভালবাসতে পারব না।
-আচ্ছা তাহলে তুমি এখন যাও।কাল ভেবে জানিও।
তোমার কাছে ১ দিনের সময় আছে।
(কিছু না বলেই চলে গেল শোভা।)
আর এদিকে শোভা খুব অস্থির হয়ে গেছে।
তার একটাই চিন্তা যে ছেলেটাকে কি জবাব দিবে।সারা রাত ভেবে চিন্তা করে বলে কিফাত কে হ্যা বলেই দিবে।
পরের দিন সকালে কিফাত এর সাথে দেখা..
কিফাতঃ কি ভাবলে? তোমার উওর কি?
-না আমি তোমায় ভালবাসতে পারব না।
-আচ্ছা ঠিক আছে।
(কিফাত তার কান্না ধরে রাখতে পারছে না।ছোখ গুলো একদম অশ্রুজল।সে কিছু না বলেই সেখান থেকে চলে গেল।)
কিছুদূর যেতেই পিছনদিক থেকে শোভার ডাক...
-এই কিফাত শোন"'।
-কি বলবা বল,
-এত তাড়াতাড়ি হেরে গেলে?
-কি হেরে গেলাম?
-কি আবার কি?হুম্ম,,,তুমি চলে গেলে আমায় ভালবাসবে কে?কাল তো বলেছিলে আমায় ভালবাস তবে আজ চলে যাচ্ছ কেন?
আমায় ভালবাসবেনা??
-তুমি তো বললা যে তুমি আমাকে ভালবাসবে না?
-আরে বোকা এটা তো এমনি বলছি।দেখলাম তুমি কেমন।ভাবছিলাম কান্না করবা।
কিন্তু না, তাই আর না বলে পারলাম না।
কী আমাকে ভালবাসবে না??.
-আমি না বলছি?
-তাহলে তুমি ওখানে কেন? সামনে আস।
আর এমন ভালবাসা কে না পেতে চায়?
কেউনা চাইলেও আমি চাইব।।
জীবন টা আসলেই খুবই সুন্দর।
শুধু একে সাজিয়ে নিতে হবে।
তাহলেই জীবন হবে সুন্দর, মধুময় ও শাশ্বত।
জীবনে সামান্য কিছুতেই হেরে যাওয়া উচিৎ নয়।
তা লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হহবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন