সব কিছুরই একটা সিমা থাকে।
ধৈর্য খুবই দূর্লভ একটা জিনিশ। আর এই ধৈর্য ক্ষমতা কারও বেশি আবার কারও নেই বললেই চলে। আপনারা হয়ত সকলেই লেবু চিনেন।
এটা এসিড জাতীয় টক স্বাদ যুক্ত একটি সবজি/ফল।
এই লেবু টা কে নিয়ে কিছুক্ষন হাত দিয়ে টিপাটিপি করেন। লেবু
লেবুটার কি হবে??
লেবুর বাইরে ঠিকি থাকবে কিন্তু এর স্বাদ টা টক থেকে তিক্ত হয়ে যাবে যা আপনি নিশ্চই কোন কাজে ব্যবহার করবেন না। এর কারন কি জানেন?.....
সকল কিছুর ই একটা সীমা থাকে। আর যখন এই সীমা অতিক্রম হয়ে যায় তখন টা নষ্ট হয়ে যায়। লেবুটার পক্ষে ঠিক এমনি হয়েছে যার ফলে টক থেকে তিক্ত হয়ে গিয়েছে। তেমনি মানুষের ও ধৈর্য রয়েছে। কারও বেশি আবার কারও কম। একটা মানুষকে আপনি একদিন একটা চড় মারলেন।
সে কিছু না বলেই চলে গেল। আবার পরের দিন আরেকটা চড় মারলেন। আবার কিছু না বলেই চলে গেলেন।
গেল দুই দিন..... তৃতীয় দিন তাকে আবার একটা চড় মারলেন। এবার সে কিছু না বলে চলে গেল না।!! সাথে সাথে দুইটা চড় মেরে বসল আপনাকে। সে চড় মারল কেন? কারন তার সহনসীমা কমে গেছে তাই সে চড় গুলো মারছে। কোন অপরাধ কখনও ছোট হয় না। ছোট ছোট অপরাধ থেকেই বড় অপরাধের তৈরি। তাই কেউ কোন অপরাধ করবেন না। আর এমন কাজ করবেন না যাতে কাউর সহনসীমা কমে যায় বা নষ্ট হয়ে যায়।
-
সকলে ভাল থাকবেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন