ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

নামহীন গল্প


-এই চলনা কোথাও ঘুরে আসি....।
-এই তুমি কি অন্ধ??
-কেন আবার কি হল?
-বাইরে যে বৃষ্টি হচ্ছে চোখে দেখ
না?
-আমি বৃষ্টি তেই ঘুরব। তুমি আসবা
নাকি সেটা বল?
-না পারব না।
(রাগান্বিত কন্ঠে)
-ও বুঝছি তোমার আরেক গার্লফ্রেন্ড
রে নিয়ে ঘুরবা।
যাওনা যাও আমি কে??
-কি যে বলো তুমি তো জানই আমার আর
কোন গার্লফ্রেন্ড নাই....।
-আচ্ছা নাই যাও...।আইস না আসলে যে
তোমার টাকা শেষ কইরা ফেলব...।
রাখ আর ফোন দিবা না।
ব্রেক আপ করলাম তোমার সাথে।
------
(কি অদ্ভুত!! যেন ব্রেকাপের হাট
বাজার।....
আসলেই মেয়েরা একটু বেশিই বুঝে..।
যা ব্রেক আপ নিলাম কি হইছে???)
-
রাত ১১:২৫ ----
****
বিষন্ন মনে ছাদে বসে আছি---
মাথার উপরে চাদটা দেখা যাচ্ছে--
মনে হচ্ছে চাদটা আমার দিকেই
তাকিয়ে আছে....।
সাথে হালকা মৃদু বাতাস বইছে।....
মনটা বেশ খারাপ ছিল কিন্তু
পরিবেশের মোহনায় মনটা কিছুটা
হলেও ভাল হয়ে গেল....
পকেট থেকে সিগারেট এর প্যাকেট টা
বের করলাম...।
সাথে ম্যাচটাও।
সালায় ম্যাচ ও দেখি স্বার্থপর একটা
শলাকা আছে তাও ভাজ্ঞা।..
খুব কষ্টে সিগারেট টা ধরালাম-----
বেপরোয়া ভাবে টানছি তো টানছি ই.
-
নিজেকে মনে হচ্ছে বাতাসে ভাসছি....
-
খুব ভাল লাগছে,,
সালায় দূনীয়ায় সব স্বার্থপর একমাত্র
সিগারেট টা ছাড়াই.....
সিগারেট টাই মনে হয় চির সজ্ঞী....
-
ছাদে বসে বসে চাদ দেখছি,,,,,
পকেটে থাকা মোবাইলে কার জানি
একটা মেসেজ আসল.....
লক টা খুলেই দেখি একার মেসেজ....
যার সাথে ব্রেকাপ করছি।
মেসেজ দিছে ভাল কথা তাও দিছে
ফাকা মেসেজ কোন লেখা নাই...
-
সাথে সাথে দিলাম ফোন----
-হ্যাল,কে?
-কে আবার চিননা?
-না, একটা মেসেজ আসল তাই ফোন
দিলাম *-
-ও আচ্ছা মেসেজ তো আমি দেইনি আর
তুমি আমাকে চিননা??
-নাহ ব্রেক আপের পরে থেইকা
তোমাকে চিনি না...
-আচ্ছা কালকে হাতির ঝিল আইসো
তোমার দেয়া সব কিছু ফিরিয়ে দিব।...
আমি চাইনা তোমার দেয়া কোন জিনিশ
আমার কাছে থাকুক--
-আচ্ছা কখন আসবা??
-উম্ম সকাল ১০ টার দিকে।
-আচ্ছা এসে পরব।কোন কিছু আনতে যেন
ভুলে যেওনা।
******
অতঃপর ----★
(কিছু না বলেই ফোনটা কেটে দিল)
-
সকাল ১০ টা বাজে বৃষ্টি উপেক্ষা
করেই গেলাম হাতিরঝিলে,,,,
গুড়ি গুড়ি বৃষ্টি পরছে বেশ ভালই
লাগছে.....
আমি তো এসে পরছি কিন্তু তার কোন
খবরই নেই।
বসে বসে ফেসবুকে ঢু মারছি।।। ....
আর সাথে সিগারেট টানছি...
-
হঠাৎ দেখি চোখের সামনে একটা লাল
পরি হেটে আসছে সাথে সাথে হাতের
সিগারেট টা ছুড়ে ফেলে দিলাম।
কি যে সুন্দরি মেয়ে অবাক ভাবে হা
করে তাকিয়ে আছি---
পরে পরক্ষনে দেখি যে মেয়েটা আর
কেউ না সে আমার একা---
------↓
-হ্যাল,বোকা বালক।
-হা করে তাকিয়েই আছি।
-কি হল কথা বল না কেন??ভুত দেখছ
নাকি হুম্ম মুখ বন্ধ কর?
-করলাম মুখ বন্ধ--
-সিগারেট ফালায় দিলা কেন?? খাও
খাও আমি তোমার কে??
-কেউ না, কি দিবা দাওতো বাসায়
যাব---
(সাথে সাথে গালে দুইটা চড় ----
ঠাস ঠাস.....
মনে হইল কেউ ককটেল ফাটাইছে---
আওয়াজ হইছে ঠিকই তবে ব্যথা
পাইনি। মনে হইল কেউ রাবার বা
ফোম জাতীয় কিছু দিয়া চড় মারল)
-এই আর দুইটা দাও না প্লিজ....
-এইবার জুতা দিয়া দিব....
-থাক লাগবে না..আর কি দিবা দাও।...
-আর কিছু না থাপ্পড় দেয়ার জন্যই
আসছিলাম দেয়া শেষ আমি যাই...
আর শোন আমি ব্রেক আপ নেইনি....
-ও লাল পরি দারাও না .... এত তাড়া
কিসের??
-তুমি না ব্রেক আপ নিয়ে ফেলছো??
-আমি আগে বলছি নাকি তুমি বলছ??
আমিও নেইনি...।
-ওহ!! আমিই বলছি... তুমি তো জানই
যে আমি কতটা মেজাজি..
-তাহলে ব্রেক আপের কি হইব??
-কি আর হইব??পেচ আপ করব....আমার
নাম একা তুমি কি চাও আমিও একা হয়ে
যাই..
-এই নিয়ে ৬ বার ব্রেক আপ আর পেচ
আপ--
-সামনের বার জানিনা কি হয়।...আর
কিছু দিবা??
-আচ্ছা দেয়ার মত কিছু নাই এখন
আমার কাছে।...।শুধু একটা **---
-শুধু একটা কি???
-থাপ্পড়!!
ও থাক লাগবে না....
-
(অবশেষ এ মেয়েটা একটা চুম্বন একে
দিল আমার গালে ---
লাল লিপিস্টিকের ছাপ স্পষ্ট দেখা
যাচ্ছে)
-
আচ্ছা চলো তোমায় বাসায় ছেড়ে আসি
---
--যাবা ঠিক আছে তবে একটু আগেই
নেমে যাবা নয়ত আমার বাবা তোমার
পিছে স্কুটার নিয়া তাড়া করবেন।
--আচ্ছা ঠিক আছে।
(অবশেষ তাকে রিকশা তে করে তার
বাসার সামনেই নামিয়ে দিয়ে
আসলাম)
-
আসার সময় মনে হচ্ছিল যে খুব দামি
একটা জিনিশ ফেলে যাচ্ছি----
-
মন খারাপ নিয়েই বাসায় ফিরলাম।
---
-
এতো কিছু করেও সাথে কিছুই আনতে
পারলাম না তবে এনেছি তার ঠোটের
লাল রং টুকু ---
আর আমার কাদামাখা জুতো গুলো---
--
মনের মাঝে পুষে রাখা ভালবাসা গুলো
থাকুক জীবন্ত.
থাকুক প্রানবন্ত.
ভাল থাকুক ভালবাসার মানুষ গুলো----
-
বিঃদঃধূমপান সাস্থের জন্য ক্ষতিকর।
-

  • লেখাঃ Anik hasan --

কোন মন্তব্য নেই: