[[বাস্তব ঘটনা সাপেক্ষে ]]
----------------------->
(এক সেলিব্রেটি আপুর সাথে ম্যাসেজ)
-এইযে আপু শুনছেন?
(ম্যাসেজ টা আর দেখে নাই।বিড়াট সেলিব্রেটি তাই কিছু মনে করেই চলে আসলাম)
-
পরের দিন সকালে আবার ম্যাসেজ দিলামঃ------
↓
-এই যে শুনছেন? কালকে একটা ম্যাসেজ দিয়েছিলাম রিপ্লাই পাইনি।
আজ ও কি দিবেন না?
(কিছুক্ষণ পরে রিপ্লাই আসে)
-sorry আমি ব্যস্ত ছিলাম তাই রিপ্লাই দিতে পারিনি।আর আমাকে মেসেজ দেয়ার কারন জানতে পারি??
-জ্বি, আপনার সাথে কিছু কথা ছিল।
-জ্বি বলেন।
-আপনি তো বিড়াট সেলিব্রেটি?আপনাকে এতো লোকে জানে।?
-জ্বি, সবই আপনাদের ভালবাসায় ।
-ও আচ্ছা আপনার একটা ছবিতে কয়টা লাইক পান?
-এটাও কি বলতে হবে দেখে নিন।
(অতঃপর প্রোফাইল টা ঘুরে আসলামদেখি মেয়েটার প্রত্যেক টা ছবি ও স্ট্যাটাস এ ১৮০০+ লাইক ও ৫০০+ কমেন্ট।
-
-
কিছুক্ষণ পরে আবার ম্যাসেজ দিলাম---ঃ
-আচ্ছা আপনার ছবিতে এতো লাইক ও কমেন্ট এগুলো দিয়ে কি করবেন?
-কি করব ছবি দিলেই লাইক আসে কমেন্ট আসে
-আচ্ছা লাইক পেলেন ১৮০০+ এর পিছনে গুনাহ করলেন কত টুকু তা কখনো ভেবেছেন?ছবি তোলালেন আর তা তুলে ধরলেন হাজার হাজার বেগানা পুরুষের কাছে।
আর তারা আপনাকে দেখে চোখের খোরাক যোগাচ্ছে।
-আমার প্রোফাইল যেভাবে ইচ্ছা
ব্যবহার করব আপনার মাথা ঘামানোর দরকার কি?
-মাথা ঘামানোর কিছু নাই বোন ভেবে বলছি এটা মানার দায়িত্ব আপনার।
-থাক আমার ব্যাপার এ কিছু বলার দরকার নেই।আমি এতেই খুশি।
-ও আচ্ছা আপু আপনাকে এই সকল জ্ঞান দেয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ।
ভাল থাকবেন।
(অতঃপর চলে আসলাম)
-
নিউজফিড ঘাটাঘাটি করছি ভেশে উঠল একটা পায়ের ছবি আমার মোবাইলের স্ক্রিনে।।
ছবি টা ছিল সেলিব্রেটি আপুটার।
***
ছবিটার নিচে লেখা ছিল
""ইশস, আমার পায়ে ব্যথা কেউ টিপা দিবা??""
-
এইটা দেইখা মেজাজ টা ৩০০ ডিগ্রী গরম হয়ে গেলো।
যাক কিছু বললাম না।
ছবিটায় ঢুকে কমেন্ট গুলা পড়তে লাগলাম।
""কমেন্ট গুলা ছিল খুবই খারাপ ভাষায় লেখা যা বলার মত নয়।""
-
-
৪/৫ দিন পরে
সকালে দেখি নিউজফিডে সেলিব্রেটি আপুর ছবিটা আসছে তবে তা কোন একটা চটি পেজ থেকে।
ছবিটার ক্যাপশন এ লেখা ছিল।
"আমাকে পেলে কি বানাবে??
বউ?
প্রেমিকা?
বোন?
গার্লফ্রেন্ড?
-
(এখানে আবার আরেকটা কথা অনেকেই বলতে পারেন যে আমি আবার চটি পেইজে যাই কেন?বা লাইক দেই কেন??আসলে কিছুই না।
আমার ফ্রেন্ড লিষ্টের কোন ছাগল হয়ত সেখানে কমেন্ট করেছিল তাই ছবিটা আমার নিউজফিডে এসেছিল)
-
এই লেখাটায় কমেন্ট গুলা কেমন হতে পারে তা আপনারই বলেন???
-
পরে পরক্ষনে দেখি মেয়েটার আইডি খানা হাওয়া হয়ে গেছে।
মেয়েটার অনেক ছবি খারাপ পেইজে দেওয়া হয়েছে দেখে হয় তো বা মেয়েটা তার একাউন্ট নষ্ট করে ফেলেছে?
সঠিক জানা নেই।
-
আইডি টা নষ্ট করে ফেললেই কি সব সমাধান হয়ে গেল?
আইডি গেছে তবে ছবি গুলো সেইভ হয়ে আছে অনেক নরপশুদের কাছে যারা তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।
-
সময়ের সাথে মানুষ বদলায়।
যতই রূপবতী হননা কেন একদিন রুপে ঠিকই মরিচা ধরবে।
আজকের দিনে আপনার দিকে শত শত লোক চেয়ে আছে এমন একটা সময় আসবে যখন আপনাকে কেউ দেখবে না।
-
এমন ঘটনা প্রায়ই চোখে পরে।
বিশেষ করে আপুদের বলতে চাই আপনার সাবাধানে চলেন।
পর্দা করে চলেন জীবন এ সুখি হতে পারবেন।
****
আর সকল ভাইরা ও সচেতন হোন কারন এরা আপনাদের ই মা বোন।
-
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকবেন,
-
লেখাঃ Anik Hasan....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন