ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

শিক্ষনীয় পোষ্ট


""""""""""শীক্ষনীয় পোষ্ট""""""""""
****
মন দিয়ে পড়বেন ও কিছু শেখার চেষ্টা করবেন..........
-
এক দম্পতী রাস্তা দিয়ে হেটে এক আত্নীয়র বাড়িতে যাচ্ছে।
মহিলা টা এমন পোষাক পরিধান করছে যার ফলে তাকে খুবই জঘন্য লাগছে।
একদম বিশ্রী ।
কিছুদূর যাবার পরে কিছু বখাটে ছেলেরা তাদের পিছু নেয়।
একটা জনমানবহিন স্থান দেখে ছেলে গুলো তাদের আটকায়।
ছেলেগুলো সংখ্যায় ছিল ৫ জন....
২ জন ছেলে লোকটির হাত ধরে রাখে আর বাকি ছেলে রা মহিলাটার সামনে গিয়ে নানা কূটউক্তি করতে থাকে।
আর যার ভাষা ছিল খুবই জঘন্য...
তারা যে চিৎকার দিবে কোন লাভ নেই সম্পূর্ণ জনমানবহিন একটি স্থান।
তারা যখন মহিলাটিকে ধরে নিয়ে যেতে চায় ঠিক তখনি কিছু লোক দের আসতে দেখা যায়..
এতে তারা চিৎকার করলে লোকজন সেখানে ছুটে আসে।
আর তত ক্ষনে বখাটে ছেলে গুলো পালিয়ে যায়।
যদি ঐ সময় লোকজন না আসত তাহলে কি হতো??
এর পিছনে মূল কারন হল মহিলাটার সেই জঘন্য তম পোষাক পরিধান করা।
মেয়েরা এরকম পোষাক পরলে এমন ঘটনা ঘটবেই।
এখানে সব দোষ তো মহিলাটিকে দেয়া যায় না এর জন অই বখাটে ৫ ছেলেও দায়ী।
অনেক মানুষ আছে যাদের চোখে মেয়ে দেখলেই তাদের আচরণ পরিবর্তন হয়ে পশুর আচরন লাভ করে।
এরা খারাপ পোষাক পরিধান কারিকে যে চোখে দেখে একজন বোরকা পরা মহিলাটিকে ও একি চোখে দেখে।
যার ফলে আমাদের দেশে এমন ঘটনা সচারচরই ঘটছে।
এখনও সময় আছে সকলে সাবধান হোন।
বিশেষ করে মেয়েরা।
আর ছেলারাও সাবধান হন।
এরা আপনার ঈ মা-বোন।
এখন যদি এইটা দূর না করা যায় তাহলে খুব শিঘ্রই আমাদের দেশে ভারত এর পরিস্থিতি বিরাজ করবে।
যা একটি জাতীর জন্য খুবই লজ্জা জনক।

কোন মন্তব্য নেই: