----- মধ্যরাতের হত্যাকারী -----
↓
কোমড়ের দুই পাশে দুইটা পিস্তল মডেল -M32 নিয়ে ঘুরে বেরাচ্ছি...
রাত ১:৩০ টা বাজে।....
রাস্তাঘাট নিরব।যত সময় যাচ্ছে আরো নিরব হচ্ছে...।
-
আমার কাজ একটা মানুষকে হত্যা করতে হবে।.....
হত্যা করতে পারলে আমি পাব ৫ লক্ষ টাকা যা আমার খুবই দরকার।
-
এইটা আমার ১১ তম হত্যা।...
-
হাটতে হাটতে ভিকটিম এর বাড়ির সামনে এসে পরলাম।.....
-
গেট এ কড়া নারলাম ----
এই শুনছেন কেউ....এইযে??
কিছুক্ষণ পরে ভিকটিম নিজেই বাইরে আসল....
-কি হয়েছে??কি চান আপনি?
-রাত অনেক হইছে আমার বাসা অনেক দূরে। গাড়িও পাচ্ছি না আপনি যদি আননার রাত আমাকে থাকতে দিতেন খুবই উপকার হতো।
-চেনা নাই জানা নাই আপনাকে আমি কেন থাকতে দিব??
-ভাই আমাকে সাহায্য করেন। প্লিজ।,,,
-আচ্ছা ঠিক আছে আসো।
(মিথ্যা কথা বলে ঘড়ের ভিতরে ঢুকলাম।
কাজ একটাই তার বুকে দুইটা ক্যাপ্সুল বসাতে হবে)
-
ভিতরে ঢুকে দেখি। ----
বেশ বড় বাড়িটা....
ঘরে টাইলস বিছানো।দেয়ালে নানা রকমের ছবি টানানো।একদম আধুনিকতা ছোঁয়া মাখানো।
-
অবাক হলাম যে বাসায় তাকে ছাড়া আর কাউকে দেখা গেল না....।
-
-আচ্ছা আপনি কি বাসায় একা থাকেন?? কাউকে দেখছিনা?
-আরে নাহ আমার স্ত্রী ও ছেলে মেয়ে তার নানু বাসায় বেড়াতে গেছে।
(সুযোগ ভালই কেউ বাসায় নেই আগে ঘুমাক বেটা এর পর তারে জমের বাড়ি দেখামু)
***
-আমি কোথায় ঘুমাবো??
-আমার রুমেই ঘুমাও কোন সমস্যা আছে?
-সমস্যা.?নাহ ঠিক আছে সমস্যা নাই....
***
রাত ২:০০ বাজে।......
রুমে গেলাম।....
-
অতঃপর তার রুমের ওয়ালে একটা ছবি দেখে অবাক হলাম।
ছবিটা আর কারও না আমার আম্মুর ছবি।
চিন্তায় পরে গেলাম আমার আম্মুর ছবি এখানে কেন?
-
অবশেষে তাকে জিজ্ঞাস করেই ফেললাম।
-আচ্ছা এই ছবিটা কার?
-ওহ এটা আমার খালামনির ছবি।
(কি বলে আমার মা তার খালা হয় কিভাবে?)
-এখন উনি কোথায়?
-আমি যখন ছোট ছিলা তখনই মারা গেছেন।
(জেনেও না জানার ভান করলাম। আমার বয়স যখন ৫ তখন মা মারা যায়.।
কিন্তু ছেলেটা আমাকে চিনে না।আর আমি পরিচয় ও দিলাম না।)
-আচ্ছা ঘুমান তাহলে।আমি আপনার পাশেই ঘুমাচ্ছি।
-আচ্ছা।
-
(মনের মাঝে চিন্তা এসে পরল।....
ও তো আমার ভাই আমি ওকে কিভাবে মারব...।
না এ কাজ আমার দ্বারা হবেনা।
-
কিছুক্ষণ পর আবার মন পাল্টে গেল আমাকে মারতেই হবে আর নাহলে ৫ লক্ষ টাকা আর পাবনা....)
,-
★রাত ৩ টা বাজে*-----
পিস্তলের টিগার টেনে তার বুকের উপরে ধরে গুলি চালাতে গেলাম কিন্তু চালাতে পারলাম না।
হাত পা থরথর করে কাঁপছে। শরির ঘামে ভিজে যাচ্ছে।
না পেরে সোজা গেট দিয়ে বাইরে এসে পরলাম।
----
বাইরে এসে দেখি আকাশ মেঘাচ্ছন্ন হালকা বাতাস বইছে সাথে কুয়াশার মত হালকা বৃষ্টি হচ্ছে....।
-
আকাশ পানে চোখ তাক করে হাঠছি আর ভাবছি কি করতেছিলাম আমি??
নিজের খালাতো ভাইকে মারতে গেছিলাম।
ধুর টাকা আমাকে এতটাই নিষ্ঠুর বানিয়ে ফেলল??
কত বদলে গেছি??
-
আম্মুর ছবি ছিল বলে ছেলেটা বেচে গেল।...
-
নিজেকে অনেক কষাঘাত করতে লাগলাম।...
ছিঃ আমি এমন হলাম কিভাবে??
আগেতো এমন ছিলাম না।
-
আম্মু মারা যাওয়ার পরে আব্বু নতুন বিয়ে করে।...
কেউ আমার খেয়ল রাখত না...
-
আব্বু শেষ অব্দি বাসা থেকে তারায় দিছে..
এর পর থেকে আমি হয়ে যাই মধ্যরাতের হত্যাকারী।---
-
লেখায়ঃ Anik Hasan(মজ্ঞলগ্রহের এলিয়েন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন