-এই তুমি সোজা হয়ে দাড়াচ্ছো না কেন?
-আমিতো সোজা হয়েই দাঁড়িয়েছি।
-না বাকা হয়ে দাঁড়িয়েছ।
-জ্বী,না ম্যাডাম actually আপনার চশমা টা বাকা।ঠিক ১২০ ডিগ্রী এঙ্গেলে।
আবার তাকাইছেন চোখ গুলো বাকা করে তাই এমন দেখছে।....
-অই চুপ্প করো তো।দাড়াও ঠিক করে।...
-হুম্ম।
..
শুভ ছেলেটা প্রায় আধা ঘন্টা যাবৎ গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।...
আর তার সামনে চশমা পরে বসে আছে নিহা।...
হাতে আর্টবোড আর সামনে রাখা নানা প্রকার রং।
..
নিহা হলো শুভর গার্লফ্রেন্ড।--
মেয়েটা শুভ কে দাড় করিয়ে রেখেই দিছে। তার ছবি আকার জন্য।
আর মেয়েটা সামনে বসে মানা রকমের রঙ এর দাগ টেনে ছবি আঁকছে।....
..
-এই ছবি আকা শেষ হয়নি?
-আরে দাড়াও তো চুপ করে।
-আর কতো দেড়ি?পা ব্যথা করছে। উহ!!
-আর একটু দাড়াও।
-হুম্ম আচ্ছা।
..
হায়রে ভালবাসা মানুষকে কষ্টই দেয়।
দাঁড়িয়ে রইল শুভ।কিছু করার নেই।না দাঁড়িয়ে থাকলে তার চশ্মিশ ম্যাডাম টা রাগ করবেন।
আজ শুভর জন্মদিন, হায়রে ভাগ্যের লিখন এই দিনে সে ভেবেছিল চশ্মিশ ম্যামটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। অনেক ঘুড়বে,মুভি দেখবে,নিহা তাকে গিফট দিবে কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে হলো তার সামনে। নিহা তার ছবি আকবে আর এটাই নাকি তার গিফট
..
-এই ছবি আকা শেষ হইছে?
-হুম্ম শেষ,তুমি দাঁড়িয়ে থাকো আর হ্যা চোখ বড় করে দাড়াও।
-চোখ বড় করব কেনো।
-আরে দাড়াও না পরে বলি।
-আর কতওওও উহ!!
..
অতঃপর আকা শেষ...
*
-এই এবার বসতে পারো।আকা শেষ।
-হুম।ধন্যবাদ।
-আরে ওখানে কেনো আমার পাশে বসো।
-হুম্ম।
-এই নাও ছবি দেখ।...
..
ছবিটা বেশ সুন্দর।
ছেলেটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে ও sorry নিহা।
ছবিটা কে সে প্রায় বাস্তবতায় ফুটিয়ে তুলছে।...
..
-কেমন হইছে বলতো?
-হুম্ম সুন্দর অনেক সুন্দর।...
-গিফট পছন্দ হয়েছে?
-হুম অনেক।
-হুম্ম...
-আচ্ছা ছবিতে তুমি শাড়ী পরে আছো কেন?
-আরে বুঝোনা?আমাদের বিয়ের পরে তো ছবিটা এমনই হবে।
-হুম্ম।
******
↓
হয়ত তাদের পথ পরিষ্কার। তাদের বিয়ে হবে নতুন জীবন শুরু হবে।
এটাই।
..
এটা শুধুমাত্র একটা অনুগল্প।ভালবাসা যদি এতো সহজেই পাওয়া যেত তাহলে তা মানুষের মনের মাঝে না থেকে তা থাকত ফেরিওয়ালা দের কাছে আর তারা তা বিক্রি করতো মানুষের কাছে।
-
একটা সম্পর্ক কে শাশ্বত করার জন্য দুইটা সুন্দর মনের প্রয়োজন।
আর হয়তো এতে করেই একটা সুন্দর রঙিন জীবন পাওয়া যাবে।......
*
লেখাঃAnik hasan ( মজ্ঞলগ্রহের এলিয়েন )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন