পোষ্টটা অনেকের ভাল নাও লাগতে পারে।
এর জন্য দুঃখিত।
★
↓
---- বাল্যবিবাহ ----
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
আমাদের দেশে গ্রামাঞ্চলে এমনকি শহরেও কমবয়সে মেয়েদের বিয়ে দেয়ার প্রবনতা দেখা যায়,বিয়ের পর আত্মীয়দের ইচ্ছার জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেকে গর্ভধারণ করেন।
আমাদের দেশের শতকরা প্রায় ৬০ ভাগ মেয়ে উনিশের আগেই গর্ভধারণ করেন।
এই কম বয়সে বিয়ে দেয়ার প্রবনতা ও গর্ভধারণ এর জন্য মাকে, সন্তান কে এবং পরিবারের তথা সমাজ কে কিছু সমস্যার সম্মুখিন হতে হয়।
..
..
★।--কমবয়সে বিয়ে দেয়ার জন্য প্রধান যে সমস্যা তা হলো বেশিরভাগ মেয়ে কম বয়সে বিয়ে দেয়ার জন্য লেখাপড়া বন্ধ করে দেয় বা পরে আর চালিয়ে যেতে পারেনা বা চায়না।
প্রত্যেকটা মানুষের কিছু সপ্ন থাকে।
আর মেয়েদের কম বয়সে বিয়ে দিলে তাদের সপ্ন, ইচ্ছে গুলো ভেজ্ঞে যায়।
হত্যা করা হয় তাদের সপ্নগুলোকে।আর লেখাপড়া বন্ধের জন্য অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যায়।
..
..
★।-- কম বয়সে মেয়েরা জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে অনভিজ্ঞ থাকে এবং অনিচ্ছা থাকা সত্ত্বেও গর্ভবতী হয়ে পরে।
যার কারনে তারা লজ্জায় সব কিছু লুকাতে চায়।
কাউকে কিছু বলেনা,ডাক্তার এর কাছে চেকাপ করায় না, ঠিকমত খাওয়া দাওয়া করেনা ইত্যাদি ইত্যাদি।।
যার ফলশ্রুতিতে মায়ের রক্তশূন্যতা। কম ওজনের শিশু জন্ম দেয়া।
জন্মগত ত্রুটি যুক্ত শিশু জন্ম দেয়া।
..
..
----- কিছু সামাজিক সমস্যা------
↓
একটা কমবয়সী মেয়ে যখন গর্ভবতী হয় তখন তাকে দেখে যায় তার আত্মীয়-বন্ধুবান্ধব তাকে এর জন্য উৎসাহিত করে ফলে দেখা যায় একটা সন্তান হওয়ার দুই বছর পরে আরেকটা সন্তান নিতে চায়।
সবচেয়ে বড় সমস্যা হলো কম বয়সী অপুষ্টি ''মা" দের কাছে থেকে পাচ্ছি অপুষ্টি শিশু।
একটা অপূর্ণ অপুষ্টি শিশু কখনও একটা পরিপূর্ণ স্বাভাবিক শিশুর মত তারা সবকিছু করতে পারেনা।--
..
..
বাল্যবিবাহ আমাদের দেশের একটা অনেক বড় সমস্যা।
এর ফলে অনেক মেয়েই তাদের লক্ষ্য হতে পিছিতে পরে।...
তাদেত স্বপ্নগুলো ভাজ্ঞা কাচের মতো ছড়িয়ে ছিটিয়ে যায়।....
হত্যা করা হয় তাদের স্বপ্নগুলোকে।
..
..
তাই আসুন আমরা আমাদের মেয়ে,বোনদেরকে পড়াশোনায় উৎসাহীত করি,একটু দেড়িতে অন্তত বাইশ বছরের পরে বিয়ে দেই একটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ি।
-
লেখাঃ Anik Hasan ( মজ্ঞলগ্রহের এলিয়েন )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন