-ভাইয়া একটা সিগারেট হবে?
-এই নিন।
-ভাইয়া লাইটার টা দিন।...
-নিন।
-ধন্যবাদ ভাইয়া।
-হুম্ম।
*
রাত প্রায় একটা বাজে কোন দোকান খোলা নেই,তাই সিগারেট টা ভিক্ষা স্বরূপ নিতে হলো।
..
চোখ লাল হয়ে গেছে।সোডিয়াম লাইট গুলো কেমন জানি ঝাপসা দেখাচ্ছে।
রাস্তা একদম ফাকা।একটা কুকুর ও নাই রাস্তায়।....
শুধু আমি আর আমার সাথে জড়ানো কষ্ট গুলো।
..
আজকে আমার কষ্ট অনেক বেশি।কিন্তু দেখার মত কেউ নেই।...
চোখ বেয়ে বৃষ্টির মত পানি ঝরছে।
সিগারেট হতে নিকোটিন গ্রহণ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি।...
..
হাটতে হাটতে বাসার সামনের রেলওয়ে ওভারব্রিজ এর উপরে এসে বসলাম।.....
সিগারেট শেষ, তাই নিচে নেমে গিয়ে দোকান হতে সিগারেট কিনে আবার ওভারব্রিজ এর উপরে চলে আসলাম।....
*
★ রাত প্রায় ২ টা বাজে।---
↓
ট্রেন স্টেশন এর সামনে বলে দোকান খোলা পেয়েছি।....
..
নিকোটিন আমার দেহকে উষ্ণতা দিচ্ছে।মস্তিষ্ক কে করে দিচ্ছে বিকল।
তাই মনে হয় নিজেকে এতো ভাল লাগছে।....
..
আজ ১৯ সে অক্টোবর অদ্রীতার জন্মদিন।....
অদ্রীতা যাকে আমি অনেক ভালবাসি।..
সেও বাসত তবে তা ছিল শুধু অভিনয়।...
আগে ভাবতাম সে আনাকে অনেক ভালবাসে যা ছিল আমার ভুল ধারণা।...
-
তার জন্ম দিনে সে আমাকে ইনভাইট করে।
আমি যাওয়ার পরে জানতে পারলাম তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে তবে কার সাথে তা জানিনা।
*
তার সাথে কথা বললাম ---
-অদ্রীতা এগুলো কি শুনছি?তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে?
-হ্যা ঠিকই শুনছো, তো কি হয়েছে?
-কি হয়েছে মানে? আমি তোমাকে ভালবাসি তুমি আমাকে ভালবাস। তাহকে এটা কিভাবে সম্ভব?
-আমি কিচ্ছু বলতে চাইনা।যাও তুমি নিজের মত থাক আমি আমার মত থাকি।
-ও আচ্ছা ভাল থেকো অদ্রীতা।
★
-(আমার বুঝতে আর দেরি রইল না।অদ্রীতা আমাকে ভালবাসে না।আগেও না, এখনও না কখনই না।সব ছিল অভিনয়।আর আমি কারনও জানতে চাইলাম না)
..
ওভার ব্রিজ টায় বসে আছি আর আগের কিছু ঘটনা কল্পনা করছি।
তার সাথে কাটানো কিছু সময় চোখের সামনে ভাসছে।....
কল্পনা করতে করতে হারিয়ে গেলাম কল্পনার রাজ্যে।.....
..
কিছুক্ষণ পরে মনে হল ওভারব্রিজ টা কাপছে।আমি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি।
ভয় পেয়ে উঠে দাঁড়ালাম মনে হলো ভূমিকম্প হচ্ছে।...
অতঃপর দেখতে পেলাম একটা ট্রেন আসছে তাই ব্রিজ টা হালকা কাঁপছে।....
..
আবার সেখানেই বসে পড়লাম আর আকাশ পানে চেয়ে রইলাম ঠিক চাঁদ টার দিকে।....
..
মনে হচ্ছে চাঁদটার সাথে আমার মিল রয়েছে।...
চাঁদ টা গোল নয়, অর্ধ গোলাকার।
তেমনি আমার জীবনটাও এখন অর্ধেক আর বাকি টুকু অদ্রীতা নামের মেয়েটা গ্রাস করে ফেলছে।.......
-
বিঃদ্রঃ ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর।
-----
লেখাঃAnik Hasan( মজ্ঞলগ্রহের এলিয়েন )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন