ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

মঙ্গলবার, ১২ মে, ২০১৫

ছেকাখোড়


-হ্যাল কেয়া।।

-হ্যা বলো কে?

-আমি রাতুল ""

-কোন রাতুল?? চিনি না।

-আরে আমি রাতুল যাকে তুমি ভালবাসতে..

-আমি কাউকে ভালবাসি না।।

-আচ্ছা তুমি কি সত্যি কেয়া বলছ।।

-হুম।।আচ্ছা আপনার কি মাথায় কোন সমস্যা বার বার আমি বলে যাচ্ছি যে আমি রাতুল নাম এর কোন ছেলেকে চিনি না।।আগে চিনতাম কিন্তু এখন চিনি না।।। আর কখন ফোন দিবে না।।

-তুমি আমাকে এমন ধোকা দিতে পারলা??

-কেন তুমি কি কোন বড় পরিবারের ছেলে ছিলে হুম?আমার নতুন বয়ফ্রেন্ড জান কত বড় লোক।।তুমি আমাকে যা দিতে পারবে না তা সে আমাকে দিতে পারবে।।আর ফোন দিবেন না।।ভাল থাকবেন।।

-রাতুল এর সারা রাত কাটে কান্নার মধ্যে।।

পরের দিন এক বন্ধুর কাছে ফোন....

-হ্যাল আশিক আমার একটা কাজ করবি।।
-কি বল
-আমার কিছু নেশা জাতীয় জিনিশ লাগবে..
-হুম দিতে পারব।।..
-তাহলে আমার বাসায় নিয়ে আস।।

এর পর থেকে রাতুল ছেলেটা এইসকল জিনিশ এর উপর এডিক্টেড হয়ে পরে

।এর কারনে তার জিবন টা নষ্ট হয়ে যায়।।।

কথায় আছে ""একজন মানুষকে সফল হবার পিছে একটা মেয়ের /মহিলার হাত থাকে""

কিন্তু এখনকার দিনে লক্ষ করা যাচ্ছে যে একটা জীবন কে নষ্ট করার পিছেও একটা মেয়ের হাত থাকে।।

ভালবাসা কোন পাপ নয়।।

ভালবাসবেন কিন্তু বুঝে শুনে।।

ভালবেসে এতই পাগল হয়ে যাবেন না যে ভাল মন্দ সব কিছুই ভুলে যাবেন।।

এখানে মেয়েদের উল্লেখ্য করা হয়েছে অনেক আপুরা মাইন্ড করতে পারেন।।
এক কথায় বলতে গেলে এই সমস্যাটি র জন্য শুধু মেয়েরাই দায়ী নয় ছেলেরা ও দায়ী।।

সমস্যা টি যাই হোক মূল কাহিনী কিন্তু একই।।

এই সমস্যাটি আমাদের দূর করতে হবে আর না হলে l যূব সমাজ অতি শিঘ্রই নিঃশেষ হয়ে যাবে।।

তাই লাস্ট একটাই কথা কাউকে ভালবাসলে বুঝে শুনে বাসবেন।।
পরবর্তী তে যাতে কোন সমস্যা না হয়।।
‪#‎anik‬

কোন মন্তব্য নেই: