ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

মঙ্গলবার, ১২ মে, ২০১৫


→সারা দেশে চলছে ক্রিকেটের ঝর।

-আনাচে কানাচে,চায়ের দোকান, এ চলছে ক্রিকেট এর উন্মাদনা।

-পাড়ার গলিতে ছোট ছেলেদের ক্রিকেট খেলা।
বল নাই,,নেই কোন ভাল বেট।।নাই ভাল কোন স্টেম্প,,নেই কোন বড় মাঠ তবুও সকলে খেলার জন্য প্রস্তুত।

-একজন রিশকাচালক যার পরিবারের খরচ চলে তার দৈনিক আয় দিয়ে।

-বাংলাদেশ এর খেলা থাকলে দরকার পরলে কাজে যাবেন না কিন্তু তবুও খেলা দেখবেই।
লাগলে একবেলা খাবার না খেয়েই থাকবেন।

এরকম অনেক ক্রিকেট পাগল আছে যারা বাংলাদেশ কে সাপোর্ট করেন।

আর বাংলাদেশ কে সাপোর্ট করারই কথা।

আমরা গর্বিত আমরা বাংগালী।

আর আমরা সকলে
আমাদের দেশকে অনেক ভালবাসি।

আমরা সকলে চাই বাংলাদেশ ফাইনাল এ খেলুক।

যদি ভাগ্য ভাল হয় তাহলে ফাইনাল এ আবার খেলব।
হয় হারব বা হয় জিতব।।
হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ।। মরলেও বাংলাদেশ ই থাকবো।।

আমাদের রূবেল ভাইকে পাকিস্তান এর কে জানি খারাপ উক্তি করছে।।

তারা হইল রাজাকার।।
কখন দুই পয়সার দাম দেয় নাই আমাদের।।
সেই ১৯৭১ থেকে শুরু আজ অব্দিও তারা আমাদের নিচা করেই যাচ্ছে।

আমরা বাংলাদেশ এর জনতা।

আমরা সকল বাংগালী তোমাদের সাথেই আছি।

হে মুশফিক বাহিনী এগিয়ে যাও আর দেখিয়ে দাও আমাদের একতার শক্তি কে।
তোমরাই পার।।

মুশফিক বাহিনীর সাথে আছে আমাদের সকলের শুভ কামনা।।

এগিয়ে যাও।

বাংলাদেশ আমাদের গর্ব।
গর্জে ওঠ।।।।।।।
।।।

লিখেছেনঃঅনিক হোসেন (সাগর)
彡╰╮彡╰╮彡╰╮彡╰╮彡

কোন মন্তব্য নেই: