""""""""নতুন রকমের ধান্দাবাজ""""""
লিখেছেনঃঅনিক হোসেন (সাগর)
এসব কি দেখছি?? পরিক্ষার খাতা নিয়েও কি ধান্দাবাজি করা হয়।
আজ আমার সাথেই ঘটে গেল।।
আমি এবার এস.এস.সি পরিক্ষা দিচ্ছি।
আপনারা জানেন যে রাজনৈতিক সমস্যা এর কারনে পরিক্ষা কত ধির গতীতে চলছে।
ইংরেজি ২য় পএ পরিক্ষা দিয়েছি।।
এর ৩/৪ দিন পরে আমার নাম্বার এ একটা ফোন আসে।
-হ্যাল, আসলামুয়ালাইকুম কে বলছেন??
-জি আমাকে আপনি চিনবেন না।আপনি কি অনিক বলছেন??
-জি আমিই অনিক বলছি।আপনার বাবার নাম ও মার নাম কি এই....******।
-জি এই..আচ্ছা আপনি আমাকে এসব জিজ্ঞাস করছেন কেন??
-তোমার এস.এস.সি ইংরেজি ২য় পএ খাতা আমার কাছে আছে আমি তোমার খাতা দেখতেছি।।
-আমার রেজাল্ট কেমন হয়েছে.?-হুম,।।,,ভাল।।
(আমি ভাবছি লোকটা সত্যি বলছে))
আমি এই বিষয় টা আমি আমার স্যার কে জানালাম।।
আমার স্যার বলল """ যে তোমার নাম্বার ও পেল কোথায়,,?? আবার তোমার বাবার নাম জানল কিভাবে?"""?
-জানি না,স্যার।।
এমন ফোন আমার অনেক বন্ধুদের কাছে আসল।
কিছু বন্ধুরা আমাকে এ কথা জানাল।।
এর পর সকলেই একটা কথা জানতে চাইলাম আর তা হল আমার নাম্বার +বাবা মার নাম্ পেলই কোথায়??
অবশেষ এ বুঝতে পারলাম যে লোকটি আমাদের নাম্বার +সকল ইনফরমেশন পাইছে পরিক্ষার খাতার ১২ নং প্রশ্নের উওর থেকে।।
১২ নং প্রশ্ন ছিল একটা cv বা চাকুরীর জন্য আবেদন পএ।।
সেখানে সকল ইনফরমেশন দিতে হয়।।আর এ থেকেই আমাদের কাছে ফোন করা।।
আবার আগের নাম্বার থেকে পূনরায় ফোন...
-হ্যাল,অনিক বলছ.??
-হ্যা,বলেন।।
-আমি বোর্ড থেকে বলছি। আমি সকাল বেলা কথা বলছিলাম।
-হ্যা বলেন কেন ফোন করলেন আবার??
-আপনি কি A+ পেতে চান??
((আমিতো খুশিতে আত্মহারা))
-কিভাবে??
আমি আপনাকে একটি বিকাশ নাম্বার দিচ্ছি আপনি এই নাম্বার এ ৫০০০ টাকা পাঠিয়ে দিন।।ব্যাস A+ নিয়ে যান।।
-আচ্ছা ভাই আপনি কি বোর্ড এর লোক।।
- না ভাই। আমি ********এই কলেজ এ পড়ি।।
(কলেজ এর নামটি গোপন রাখাই ভাল)
-তাহলে আপনার কাছে খাতা কিভাবে আসল।।
-আমার স্যার খাতা দেখেন। তার কাছে সময় না থাকায় আমাদের ধারা খাতা দেখায়।।
-আচ্ছা আমি আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি..
-আচ্ছা,,,অপেক্ষায় রইলাম।।
এই আমাদের সোনার বাংলা??
যেখানে থাকে এরকম ধান্দাবাজ।।
এদের টাকা দিলে ধোঁকা খেতে হবে।
যারা নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করে সে খাটি মানুষ নয়।।
এমন অনেক ধোঁকাবাজ আছে যারা অন্যকে ফাঁকি দিয়ে টাকা আয় করে।
সবাই সচেতন হন।
এধরনের ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করবেন।।
সকলে ভাক থাকবেন না।।
#A___N_____I___K