ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

প্রবাশিদের ঈদ


প্রবাসে থাকা ছেলের সাথে একটা মায়ের
ফোনালাপঃ--

-হ্যাল,মা কেমন আছো?
-হ্যাল।..
-মা, কেমন আছো?
-হ্যাল।..
(অবশেষে এ ফোনটা কেটে গেল।.
প্রবাসে থাকা ছেলে রাসেল তার মার কাছে
ফোন দিয়েছে।... নেট এ সমস্যার কারনে কথা
বুঝা যাচ্ছে না।...
অবশেষে ফোনটা কেটে গেল।...)
-
মায়ের মনতো আর বুঝেনা....
প্রায় ২ ঘন্টা যাবত বিষন্ন মনে ফোন হাতে নিয়ে
বসে আছেন।....
আর অপেক্ষায় আছেন ছেলের ফোনের
জন্য।....
চোখের কোনে জমা হয়েছে ১ ফোটা
অশ্রুকনা।ভাবতে গেলে একফোঁটা অশ্রুকনা কিছুই
না.....।
আর সেই অশ্রুকণা যদি কষ্ট মিশ্রিত থাকে।.....
মা এর মত আসলেই কেউ নেই.....
-
অতঃপর মায়ের হাতে থাকা ফোনটা বেজে
উঠল।....
তখন দুপুর গড়িয়ে বিকেল...।
-হ্যাল,মা।...
-হ্যা বাবা বল।..
-কেমন আছো মা?
-ভাল.তুই কে কেমন আছিস বাবা?
-ভাল।..মা আমাদের গরু কিনে আনছে?
-হ্যা রে কালকেই আনা হয়েছে......
-ও.... রুমকি কে বইল গরুর ছবি তুলে আমায় পাঠাতে
সাথে তোমাদের ছবিও।....(আবেগময় কন্ঠে)
-এই তর কি হয়েছে?কান্না করছিস নাকি?
-কই নাতো মা।..
(মায়ের কাছে নিজের সন্তান কে না দেখেই
সব বুঝার শক্তি আছে....তাই রাসেল আর লুকাতে
পারল না...)
-মিথ্যা বলিস না তুই কান্না করতেছত....।
-হ্যা মা কান্না করছি।..... তোমাদের কথা অনেক
মনে পরছে।গত কোরবানি ঈদের কথা মনে
পরছে...।যখন একসাথে সকলে মিলে ঈদ
উদযাপন করেছিলাম।
আর এইবার আমি দেশের বাইরে আছি...।
একা একাই ঈদ উদযাপন করতে হবে...
-বাবা তুই কান্না করিস কেন? সামনে আরও ঈদ পাবি।....
(মায়ের চোখ গড়িয়ে অশ্রু ঝরছে)
-তোমাদের খুব মনে পরছে মা।...ভাল
থেকো মা রাখলাম।...
-আচ্ছা ভাল থাকিস।...
****
(রাসেল না পেরে ফোনটা কেটে গেল।আর
কিছুক্ষণ কথা বললে সে আর ব্যথিত হয়ে পরত।..)
***
এমন অনেকেই আছেন যারা প্রবাসী।...
পরিবার পরিজন ছাড়া ঈদ পালন করছেন।....
আপনাদের সকলের জন্য অনেক ভালবাসা,দোয়া
ও শুভকামনা রইল।......
সকলে ভাল থাকবেন।
সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা --
***
Dedicate to সকল প্রবাসী ভাই-বোনদের....
***
লেখাঃAnik Hasan ( মজ্ঞগ্রহের এলিয়েন )

কোন মন্তব্য নেই: