মেয়েটা গাল ফুলিয়ে বসে আছে- (লামিয়া)
আমার কলিজার একটা পাশে তার বসবাস...।
অনেক ভালবাসি তাকে। কিন্তু,তবুও মাঝে মধ্যে একটু আধটু কষ্ট দিয়ে ফেলি।....
★→
↓
ঈদের দিন ইয়ে মানে কোরবানির ঈদ -
সকাল ৮:০০ টায় ঈদের নামাজ তাই সকাল বেলা ঘুম থেকে উঠেই, গোসল করে নতুন জামা কাপড় পরে চলে গেলাম মসজিদে।.....
নামাজ শেষে বেশি দেরি করতে পারলাম না...
কারন,আমাদের গরুটা ও কোরবানি দিতে হবে।....
তাই তাড়াতাড়ি বাসায় গিয়ে গরুটাকে পানি খাওয়াতে লাগলাম।.....
****
গরুটা কেমন জানি নিঃশ্চুপ হয়ে গেছে....
২ দিন আগের কথা তারে ধরতে গিয়ে একটা গুঁতো খাইছিলাম।...
আর আজকে গরুটা বসে আছে একদম চুপটি করে.....।
-
গরুটা কিছু একটা ভাবতেছিল।..
কিন্তু কি?চোখ গড়িয়ে পানি ঝরছে।
-
ফোনটা বাসায় রেখে আসলাম....।
-
গরু জবাই ও শেষ আব্বু একটা কসাই কেও নিয়ে আসছিল।.....
সে মাংস কাটছে এবং আমি ও আমার ছোট ভাই ও মাংস কাটছি....।
-
এক্কেবারে জুম্মন কসাইয়ের স্টাইলে কোপাকুপি করতাছি।...
দুপুর ১২:৩০ গরু কাটা শেষ।....
-
শরির নোংরা তাই আবার একবার গোসল করে নিলাম।...
-
সময় দুপুর প্রায় ২:০০ টা---
জানহীন ফোনটার স্ক্রিন এ পিন কোড দিয়ে লক টা খুললাম।....
লক।খুলতেই একদম টাস্কিত--
মোট ২১ টা কল আসছে সবগুলোই আমার জান পাখির।..
oh!! $orry লামিয়ার --
**
ফোন ব্যাক করতেও ভয় পাচ্ছি....
যদি বকা দেয়??
এরপরেও কল ব্যাক করলাম ---।
-হ্যাল,লামি।কেমন আছো?
-ভাল থাকতে দিছো নাকি?
-কেন আমি আবার কি করলাম?
-এই তোমাকে না রাত্রে বললাম যে আজকে কোথাও ঘুরতে যাব।...
-হ্যা,বলছিলা তো স্পষ্ট মনে আছে।....
-আচ্ছা তুমি ফোন ধরলা না কেন?তোমাকে সামনে পেলে যে কি করতাম
-আমি তখন আমাদের কোরবানির গরু কাটছিলাম।..
-ওহ!! তাহলে আজ কি কোথায় নিয়ে যাবেনা?
-হুম্ম অবশ্যই যাব।
(ভাবছিলাম মেয়েটা হয়ত রাগ করে আরো বকা দিবে কিন্তু আর দিলনা)
-কোথায় নিয়ে যাবা?
-লালবাগ কেল্লা আমার একটা প্রিয় স্থান।...
-ও, আচ্ছা রেডি হয়ে আমার বাসার সামনে চলে আসো।....
*****
অতঃপর লামিয়ার বাসার সামনে গেলাম সেও আসে।...
তাড়াতাড়ি একটা রিকশাওয়ালা কে ডেকে সেখান থেকে সরে পরলাম...
কারন তার বাবা দেখতে পারলে কেলানি খেতে হবে...!!
****
ঘড়িতে সময় প্রায় বিকেল ৪:৩০---
-
সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম..।
তার সাথে কিছু সময় কাটালাম।.... বিকেলবেলার শেষ প্রান্তেএসে সেখান থেকে এসে পড়লাম...।
অনেক ছবি তুললাম।....
অহ!! বলাইঈ তো হয়নি আমার জান (লামিয়া) সেলফি রোগে আক্রান্ত....।
-
সারাদিন শুধু ছবিই তুলে---
-----
আপন মানুষ গুলোর সাথে খুনসুটি করে নিজেই কষ্ট পাই.....।
কিন্তু না করেও পারিনা --
কারন সে ই হয়তো আমাকে বুঝতে পারবে।
***
বেচে থাকুক এমন হাজারো ভালবাসা।....
সুখে থাকুক ভালবাসার মানুষ গুলো।....
-
-----জয় হোক ভালবাসার------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন