ব্লগার কে ফলো ফেসবুকে করুন!

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ভালবাসার গল্পের মৃত্যু


কলেজের শহীদ মিনারটায় একা একা বসে আছি।...
মনটা কেন জানি ভালনা।...
-
হঠাৎ দেখি ইমু আমার দিকে এগিয়ে আসছে।...
মেয়েটার দিকে আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনা।তার দিকেই তাকালে আমার বুকটা ধরফর করতে থাকে।.....
মেয়েটার রুপ,চুল,গাল ও ঠোট গুলো আমায় পাগল করে দেয়।...
মেয়েটা ঠিক আমার সামনে এসে দাঁড়াল।....

-কিরে চশ্মিশ। (ইমু)
-হুম্ম কি বল।...
-ভাল আছিস?
-হ্যা, আছি ভালই।..
(আমার সামনে একটা কার্ড দেখিয়ে বলল,,
''এই নে আগামী ১২ তারিখ আমার বিয়ে আসবি কিন্তু""
তার কথা শুনে অবাক হলাম।....
মনে হচ্ছে মাথার উপর কেউ হাতুরি দিয়ে কেউ আঘাত করছে।চোখ গুলো অশ্রুস্বজল হয়ে রইল।)
-আচ্ছা ঠিক আছে আসব।....আচ্ছা চলিরে বাসায় কিছু কাজ আছে।..
-আচ্ছা যা তাহলে আসিস কিন্তু। (ইমু)

সেখান থেকে উঠে চলে আসলাম আল কার্ড টা প্যান্টের পিছনের পকেটে রেখে দিলাম...
*** তার কথা শুনে শেখানে আর বেশি ক্ষণ থাকতে পারলাম না।
***
-(মেয়েটাকে আমি ভালবাসি, অনেক, ভালবাসি কিন্তু কখনও বলতে পারিনি।)

চোখ দিয়ে অশ্রু ঝরছে....।
রাস্তা দিয়ে হাঠছি আর কান্না করছি।...
কিছুক্ষনের মধ্যে চশমার গ্লাস গুলা ঘোলাটে হয়ে গেল।...
মনে হচ্ছিল আমার জীবনটাও ঘোলাটে হয়ে গেল।....
তখন মনে হচ্ছিল চশমা পড়া মানুষ গুলোর কষ্ট কেউ দেখতে পারেনা।.
কষ্টগুলো সমাহিত করতে হয় নাকের উপরে বসে থাকা চশমাটার পিছনে।,,,
........
দুপুর প্রায় ২:০০ টা বাজে আমি তখন বাসায় আমার রুমে বসে আছি....।
তখনও চোখে জল ছিল।...
-
আম্মু খাবার খাওয়া জন্য ডাকলে কোন রকম খাবার খেয়ে রুমে গিয়ে দিলাম ঘুম।...
-
রাত ৮:০০ টায় ঘুম ভাংল।....
আমি কখনই দিনে এতদেরি করে ঘুমাইনি।..
***
ছাদে গিয়ে গিটার টা হাতে নিয়ে বাজাচ্ছি।..
আমার মন খারাপ থাকলে আমি এই কাজটাই করি।...
এতে আমার মনটা ফ্রেশ হয়.....।
,,,
রাত ১২ টার দিকে ভাল লাগছে না,ঘুমাবো ঘুম ও আসছে না।....
আমার তখন নিকোটিন এর কথা মনে পরছিল।...
কিন্তু এতো রাতে নিকোটিন (সিগারেট) পাব কোথায়?
তবুও খুঁজতে গিয়ে একটা দোকান খুলা পেলাম।...
দুইটা সিগারেট নিয়ে চলে আসি ছাদের উপরে।...
****
সিগারেট ধরিয়ে নিকোটিন নিতে লাগলাম।....
শুনছিলাম এতে নাকি চিন্তা,কষ্ট দূর হয়....।
-
একটা সম্পূর্ণ খেলাম আরেকটা ধরিয়ে হাতে রাখলাম।....
পকেট হতে কার্ড টা বের করে সিগারেট এর আগুন দিয়ে ফুটো করতে লাগলাম।....
-
মনে হচ্ছিল আমার কলিজার মধ্যে কেউ ফুটো করছে।...
-
পুরো কার্ড টা জ্বলিয়ে দিলাম মেচের শলাকার আগুনে।.....
-
তার বিয়েতে তো যাবই না....।
গেলে আমি কিভাবে ঠিক থাকব??
-
তাকে বলার মত কিছুই নেই।
যাও ইমু সুখে থেকো।....
-
**বিঃদ্রঃ ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর।
-
লেখাঃ Anik Hasan( মজ্ঞলগ্রহের এলিয়েন )

কোন মন্তব্য নেই: