"আমারা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে......
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি...
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি"
দেশোত্ববোধক একটা গান।
গানটা শুনলে শরির টা শিউরে ওঠে,জাগ্রত হয় প্রতিবাদী
চেতনা।
১৯৭১ সাল একটা সময় ছিল,
যখন এই গানটা খুবই খ্যাতি লাভ করেছিল।
আর এমন অনেক গান শুনে মুক্তিযোদ্ধারা পেয়েছে অনুপ্রেরণা,
করেছে মুক্তিযুদ্ধ,
জীবন দিয়েছিল প্রায় ৩০ লক্ষ মানুষ।
দেশ করেছে স্বাধীন, পেয়েছি লাল সবুজের পতাকা।
তখন একটা সময়ই ছিল যখন মানুষ দেশের জন্য নিজের জীবন
দিয়েছেন।
আর এখনকার পরিস্থিতি দেখে চোখে পানি চলে আসে।
দেশটা কত নিচে নেমেছে।
চারদিকে শুধু গন্ডগোল,কেউ নিরাপদে চলাফেরা ও করতে পারে
না।
মারামারি, রাহাজানি, হত্যা,বোমাবাজি,আরও কত কি...
মনে হয় গানটার মর্ম আর রইল না।যে দেশকে কবিরা সকল দেশের
রানি বলে গেছেন সে দেশ এখন তার এই রানীর আসন প্রায়
হারিয়ে ফেলেছে।
যার মূল কারন আমাদের দেশের কিছু মানুষের কপটতা,
ধোঁকাবাজি ও দূর্নীতি।
আমাদের দেশ এখন আইন শুন্য হয়ে পরেছে,যেন জোড় যার মুল্লুক
তার অবস্থা।
এর জন্য যে একটা পরিস্থিতি হয়েছে যা খুবই ভয়াবহ।
এমন পরিস্থিতি বিদ্যমান থাকলে দেশ আর নিচের দিকে পতীত
হবে।
আমাদের দেশের কিছু দালাল রয়েছে যারা দেশটাকে বিক্রি
করে ফেলতে চায়।
দেশ যদি এমন ভাবেই চলতে থাকে তবে তা আমাদের জন্য খুবই
খারাপ হবে।
এমনিতেই আমদের দেশকে কিছু দেশ মূল্য দিতে জানে নাহ।আর
এমন পরিস্থিতি থাকলে দেশ নিশ্চিত ধ্বংস হয়ে যাবে।
আমাদের সকলকে রুখে দাড়াতে হবে এবং এর জন্য প্রতিবাদ করতে
হবে।
একটা ভাল দেশ, একটা ভাল সমাজ গড়ে তোলবার জন্য।
আর এর জন্য প্রয়োজন সকলে ঐক্য।
চলুন সকলে সাবধানে থাকি,সুন্দর দেশ গড়ি।
বিঃদ্রঃআপনারা অনেকেই বলতে পারেন যে"এসেছে একজন
দেশের কল্যাণ কারী""
ইত্যাদি ইত্যাদি,,,,
আপনি করে ভাবেন।
দেখেন আপনার মন কি বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন